1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্লীলতাহানির চেষ্টা, তর্ক-বিতর্ক

১ এপ্রিল ২০১৬

গল্পটা নতুন নয়৷ ‘ধর্ষণের শহর' বলে খ্যাত ভারতের নতুন দিল্লিতে এমন ঘটনা আখছার ঘটে চলেছে৷ গুরগাঁও-এর একটি ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটছিলেন এক তরুণী ও তার বন্ধু৷ হঠাৎ করেই কয়েকজন যুবক মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে৷ আর তারপর...

https://p.dw.com/p/1INN3
ভারতে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন
ছবি: Getty Images/N. Seelam

না, এবার আর নির্ভয়ার ঘটনার মতো ধর্ষণ পর্যন্ত পৌঁছায় না গল্পটা৷ কারণ, তার আগেই সেখানে এসে পৌঁছায় দুই সাহসী পুলিশকর্মী৷ মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়া মদ্যপ ঐ যুবকদের আচ্ছা মতো পিটিয়ে সেই তরুণী আর তার সঙ্গিকে রক্ষা করেন তাঁরা৷ পুলিশের পিটুনিতে মদ্যপদের অনেকে পালিয়ে গেলেও কয়েকজন আহত হয়ে রাস্তায় পড়ে যায়৷ পরে তাদের আটক করা হয়৷

ভাবছেন, এর মধ্যে আর নতুনত্ব কই? বলছি...বলছি...৷ আসলে এটা যখন ঘটে, তখন আশপাশের জনতা সাহায্যের হাত বাড়িয়ে না দিলেও, তাদের মধ্যে কেউ কেউ ঘটনাটা ভিডিও করেছিল৷ তাদের একজনই পরে সেটা ইন্টারনেটে ‘আপলোড' করে, যা পর মুহূর্তেই রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অনেকে৷ ঐ দুই পুলিশকর্মীকে অভিনন্দনও জানান৷

কিন্তু এর সঙ্গে সঙ্গে ভিডিওটির সমালোচনাও শুরু হয়েছে৷ কেউ কেউ বলছেন, এমন ভিডিও নাকি অন্যদের এমন কাজে উৎসাহিত করবে৷ আপনি নিজে ভিডিওটা দেখে বলুন তো, আপনার কী মত?

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান