1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংঘাত এড়াতে সাংবিধানিক সংসদ চান হুদা

১৯ মে ২০১১

সাংবিধানিক সংসদ গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা৷ তিনি ডয়চে ভলেকে জানান, এই সংসদই সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে৷ সংঘাতও এড়ানো যাবে৷

https://p.dw.com/p/11JLf
BNP headquarters at Naya Paltan in Dhaka. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed this photo for Deutsche Welle. As he mentioned, ‘’these photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
আগামী নির্বাচন নিয়ে জোর আলোচনা চলছে (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

রোববার সংসদের বাজেট অধিবেশন শুরু হবে৷ আর প্রথমদিনেই সংসদীয় কমিটি সংবিধান সংশোধনের ব্যাপারে রিপোর্ট পেশ করবে৷ কিন্তু বিএনপি ইতিমধ্যেই সংবিধান সংশোধন প্রক্রিয়ার বিরোধিতা করেছে৷ তারা কমিটির কাছে কোন মতামতও দেয়নি৷ আর বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তন তারা মানবেনা৷ এই পরিস্থিতিতে ব্যারিস্টার নাজমুল হুদা সংঘাত এড়াতে ৬ মাসের জন্য সাংবিধানিক সংসদ গঠনের পরামর্শ দিয়েছেন৷ যাদের কাজই হবে সংবিধান সংশোধন করা৷ এবং সেই সংবিধান অনুযায়ী দেশ চলবে, নির্বাচন হবে৷

তিনি বলেন, এজন্য এখনই প্রক্রিয়া শুরু করা যেতে পারে৷ প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীসহ আরো কিছু ব্যক্তির সমন্বয়ে একটি কমিটি গঠন করে এই কাজ এগিয়ে নেয়া যায়৷

নাজমুল হুদার মতে পুরো কাজ শেষ করতে একবছরের বেশি সময় লাগবে না৷ তবে যদি সংবিধান সংশোধন সর্বসম্মত না হয় তাহলে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক