1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধন নিয়ে সরকারকে সতর্ক করল বিএনপি

৭ মে ২০১১

সংবিধান সংশোধন নিয়ে সরকারকে সতর্ক করে দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷ দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন একতরফাভাবে সংবিধান সংশোধন দেশের মানুষ মেনে নেবেনা৷

https://p.dw.com/p/11BFH
জাতীয় সংসদ ভবনছবি: DW/Harun Ur Rashid Swapan

আর দলের আরেক নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সীমান্তরক্ষী বাহিনীর নাম আবার বিডিআর করা হবে৷

ঢাকায় আজ এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেছেন সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষকে গুলি করে মারা হচ্ছে অথচ সরকার এর প্রতিকারে কোন ব্যবস্থা নিচ্ছে না৷ উল্টো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে দুর্বল করা হচ্ছে নানা কৌশলে৷ তিনি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি রাখায় প্রতিবাদ জানান৷ তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে সীমান্তরক্ষী বাহিনীর নাম আবার বিডিআর করা হবে এবং তাদের আগের পোশাকও বহাল করা হবে৷

এদিকে রাজধানীতে আলাদা এক সেমিনারে বিএনপির আরেক সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন সবার সাথে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে৷ একতরফাভাবে সংবিধান সংশোধন করা চলবেনা৷ এভাবে সংবিধান সংশোধন করলে ভবিষ্যতে তা টিকবেনা৷ খন্দকার মোশাররফ বলেন, শেখ মুজিবুর রহমানও সংবিধান সংশোধন করছিলেন কিন্তু দেশের মানুষ তা গ্রহন করেনি৷ এবারও একই অবস্থা হবে৷

এই দুই বিএনপি নেতার অভিযোগ, বর্তমান সরকারের দু:শাসনে জনজীবন অতিষ্ঠ৷ তারা জ্বালানী তেলের দাম বাড়ানোরও সমালোচনা করেন৷ তাদের মতে আওয়ামী লীগ সরকার মানুষের সমস্যার সমাধান না করে ক্ষমতা পাকাপোক্ত করতে নানা কৌশল করছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান