1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক চাপ বাড়ছে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ অক্টোবর ২০১৩

নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতায় পৌঁছতে সংলাপের জন্য বাংলাদেশের বড় দুই দলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে৷ সর্বশেষ বিশ্বব্যাংক হুঁশিয়ার করে দিয়েছে যে, উন্নয়নের জন্য গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর জরুরি৷

https://p.dw.com/p/1A4zj
ছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জোহানেট জাট বলেন, অর্থনৈতিক উন্নয়ন চাইলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার৷ এজন্য ক্ষমতার পালাবদল হতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়৷ তাঁর মতে, নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত৷ তিনি বলেন ক্ষমতার পালাবদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে৷

জাতিসংঘ অনেক আগে থেকেই রাজনৈতিক সমঝোতার চেষ্টা করে আসছে৷ এজন্য জাতিসংঘ মহাসচিব দুই নেত্রীকে চিঠি দেয়া ছাড়াও টেলিফোনে কথা বলেছেন৷ সর্বশেষ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠি এবং টেলিফোনে কথার পর জাতিসংঘ আবারো সক্রিয় হয়৷ ঐদিন সন্ধ্যায়ই জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো টেলিফোনে সৈয়দ আশরাফ এবং মির্জা ফখরুলের সঙ্গে কথা বলেন সমঝোতার সংলাপ নিয়ে৷

এদিকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা মনে করেন সংলাপের দুয়ার খুলে গেছে৷ যুক্তরাজ্য এবং ক্যানাডা রাজনৈতিক সমঝোতার জন্য সংলাপের কথা বলেছে৷ আর ইউরোপীয় ইউনিয়ন মনে করে আলোচনার এখনই সময়৷ ইইউ দূত উলিয়াম হানা মনে করেন রাজনৈতিক দলগুলোকে একটি সুষ্ঠু নির্বাচনের পথ আলাপ, আলোচনার মাধ্যমেই বের করতে হবে৷ এছাড়া ঢাকায় ভারতসহ বেশ কয়েকটি দূতাবাসের প্রতিনিধিরা অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপ নিয়ে কথা বলছেন৷

সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান মনে করেন বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের গঠনমূলক ভূমিকা রাখার সুযোগ আছে৷ তবে কোনো দেশ বা বিদেশি গোষ্ঠীর এই সুযোগ নেই৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না তাদের সুযোগ দেয়া৷ দেশের রাজনৈতিক সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে, বিদেশিদের চাপে নয়৷ দেশের মানুষের কল্যাণে নির্বাচন নিয়ে সমঝোতায় আসতে হবে৷

সুশাসনের জন্য নাগরিক, সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন রাজনৈতিক দলগুলো দেশের মানুষের কথাই শোনে না, বিদেশিদের কথায় আর কি হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য