1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদীয় স্থায়ী কমিটি আইনের বিষয়ে একমত সরকার ও বিরোধী দল

১৬ ফেব্রুয়ারি ২০১১

সংসদীয় স্থায়ী কমিটির তলবে হাজিরা বাধ্যতামূলক করতে প্রস্তাবিত আইনের খসড়া সংসদে উত্থাপনের অনুমতি দিয়েছেন আইনমন্ত্রী৷ বিরোধী দল এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা এই আইনের ব্যাপারে একমত৷

https://p.dw.com/p/10Hn5
ছবি: DW/Harun Ur Rashid Swapan

সংসদীয় স্থায়ী কমিটি কোন ঘটনায় কাউকে তলব করলে তিনি কমিটির সামনে হাজির হতে বাধ্য নন৷ আইনগতভাবে বাধ্য করার সুযোগও নেই৷ ফলে কেউ কেউ হাজির হচ্ছেন না৷ সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে জটিলতা চরম আকার ধারণ করে৷ এ অবস্থায় আইন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি একটি আইন প্রণয়নের কাজে হাত দিয়েছে৷ এই আইন পাশ হলে সংসদীয় কমিটি যাকে তলব করবে, তিনি কমিটির সামনে হাজির থাকতে বাধ্য থাকবেন৷ আইন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি জানিয়েছেন, এই আইনের ব্যাপারে স্থায়ী কমিটিগুলোর প্রধানরাও একমত হয়েছেন৷ আর আইনমন্ত্রী প্রস্তাবিত আইনটি বিল আকারে সংসদে উত্থাপনের অনুমতি দিয়েছেন৷ কেউ যদি সংসদীয় কমিটির ডাকে সাড়া না দেন, তাহলে শাস্তিরও বিধান থাকছে আইনে৷

সুরঞ্জিত সেনগুপ্ত আশ্বাস দেন, এই আইনের কোন অপ্রয়োগ হবেনা৷ স্বচ্ছ ও জবাবাদিহিতা নিশ্চিত করাই হবে আইনের লক্ষ্য৷ আর নানা রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েনে সংসদীয় কমিটিই পারে সবার জবাবদিহিতা নিশ্চিত করতে৷

আইনটির প্রতি বিরোধী দলেরও সমর্থন রয়েছে৷ মৎস ও পশু সম্পদ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান এবং বিএনপি দলীয় এমপি আশরাফ উদ্দিন নিজাম জানান সেই সমর্থনের কথা৷ তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই আইনের প্রয়োজন রয়েছে৷

বিরোধী দল বিএনপি দীর্ঘদিন সংসদ অধিবেশন বর্জন করে আসলেও তারা নিয়মিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিচ্ছেন৷ তাই স্থায়ী কমিটিগুলো পুরোমাত্রায় কার্যকর৷ আনুপাতিক হারে বিরোধী দল থেকে স্থায়ী কমিটির প্রধান ও সদস্য করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন