1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদের অচলাবস্থা কাটাতে সর্বদলীয় বৈঠক আবারও ব্যর্থ

২২ নভেম্বর ২০১০

স্পেকট্রাম দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠন নিয়ে সরকার ও বিরোধী পক্ষের অনড় অবস্থানে সংসদ উত্তাল৷ আজ পাবলিক অ্যাকাউন্ট কমিটির সঙ্গে তদন্তকারী সংস্থাগুলির একটি দলকে যুক্ত করার সরকারি প্রস্তাব বিরোধীরা খারিজ করে দেয়৷

https://p.dw.com/p/QFLv
leader, India, President, New Delhi, India, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়
অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় (ফাইল ছবে)ছবি: UNI

টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি থেকে এক চুলও সরতে রাজি নয় বিরোধী পক্ষ৷ হয় যৌথ সংসদীয় কমিটি গঠন করতে হবে না হলে সংসদ অচল করে রাখা হবে৷ অচলাবস্থা কাটাতে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আবারও ডাকেন সর্বদলীয় বৈঠক৷ কিন্ত এক ঘন্টার এই বৈঠকে ফল হয়নি৷ বিরোধী পক্ষ সরকারের প্রস্তাব খারিজ করে দেন৷ প্রণব মুখোপাধ্যায়ের কথায় সরকারের প্রস্তাব ছিল, পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংক্ষেপে পিএসির সঙ্গে বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলির পদস্থ অফিসারদের নিয়ে গঠিত একটি দলকে যুক্ত করার৷এই দল দুর্নীতির তদন্ত করে রিপোর্ট দেবেন পিএসিকে৷ পিএসি সেই রিপোর্ট খতিয়ে দেখবেন৷ এই পিএসির নেতৃত্বে আছেন বিজেপির প্রবীণ নেতা ড: মুরলীমনোহর যোশী৷

এই প্রস্তাব সরাসরি খারিজ করে বিজেপি নেতা তরুণ বিজয় বলেন, টু-জি স্পেকট্রাম ও কমনওয়েলথ গেমস নিয়ে দেশে যে বিশাল কেলেঙ্কারি হয়েছে, তা থেকে দৃষ্টি সরাতে সরকার অন্য ইস্যু তোলার চেষ্টা করছে,তা হতে দেবনা৷ কেন্দ্রে যেসব দুর্নীতিবাজ নেতা আছেন তাঁদের বিরুদ্ধে জেপিসি বসাতে হবে৷সিপিআই নেতা গুরুদাস দাসগুপ্তের প্রতিক্রিয়া, জেপিসি ছাড়া অন্য কিছু মানবো না৷ এই কেলেঙ্কারি ছায়া ফেলেছে প্রধানমন্ত্রীর ওপরও৷

এর আগে সোমবার সংসদের অধিবেশন বসলে সরকার ও বিরোধীপক্ষের সদস্যরা যুদ্ধং দেহি মূর্তিতে অধ্যক্ষের আসনের সামনে জড়ো হয়ে শ্লোগান ও পাল্টা শ্লোগান দিতে থাকেন৷ কংগ্রেস সাংসদরা কর্নাটক জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন৷ বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রী বি.এস ইয়েদুরাপ্পাকে পদত্যাগের জন্য চাপ দিলেও তিনি এখনও পর্যন্ত পাশ কাটিয়ে যাচ্ছেন৷ মুখ্যমন্ত্রীকে তলব করা হয় দিল্লিতে৷ তিনি সমবারই এসে পৌঁছন দিল্লিতে৷ পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে কংগ্রেসের ওপর অনেক বেশি চাপ বাড়াতে পারবে বিজেপি৷কংগ্রেসের পাল্টা যুক্তি, বিজেপি জোট সরকারের আমলে তেহেলকা কান্ডে তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী কী জেপিসি গঠনে রাজি হয়েছিলেন ? হননি৷ মোটকথা, সংসদে অচলাবস্থা এইভাবে চলতে থাকলে শীতকালীন অধিবেশন অনিদ্দির্ষ্টকালের জন্য মুলতুবি রাখা হতে পারে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক