1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদের এই অধিবেশনেও যোগ দেবেনা বিএনপি

৪ ডিসেম্বর ২০১০

রবিবার থেকে শুরু হচ্ছে নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন৷ এই অধিবেশনেও যাচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি৷ শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷

https://p.dw.com/p/QPfq
বিএনপি কার্যালয়ছবি: Mustafiz Mamun

আদালতের রায় মেনে পুনর্মুদ্রণ নয়, সংবিধান সংশোধনের জন্য সংসদে বিল আনতে সরকারি দলের প্রতি আহবান জানিয়েছেন তিনি৷

ব্যারিস্টার মওদুদ মতিঝিলে তাঁর চেম্বারে সাংবাদিকদের বলেন, সংসদকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সংবিধান পুনর্মুদ্রণে সরকারের উদ্যোগ দুরভিসন্ধিমূলক ও অপমানজনক৷ সংসদে বিল না এনে সংবিধান পুনর্মুদ্রণ করা হলে তা হবে অসাংবিধানিক৷

সংবিধানের পঞ্চম সংশোধনী ‘অবৈধ' বলে দেশের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় সরকার৷ এই লক্ষ্যে সংসদীয় একটি বিশেষ কমিটিও গঠন করা হয়৷ তবে এর মধ্যেই রায় অনুযায়ী সংশোধন করে সংবিধান পুনর্মুদ্রণের উদ্যোগ নিয়েছে সরকার৷ পঞ্চম সংশোধনীর রায়ের বিষয়ে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, পঞ্চম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্ট অনেকগুলো মতামত ও ব্যাখ্যা দিয়েছেন৷ ওই রায়ের ভিত্তিতে সরকারি দল সংবিধান সংশোধন করতে চাইলে সংসদে বিল আনতে হবে৷ বর্তমান সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও সংসদে বিল না এনে সংবিধান পুনর্মুদ্রণে সরকারের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন সংসদ সদস্য মওদুদ আহমেদ৷ এর মধ্য দিয়ে সংসদ সদস্যদের অধিকার খর্ব করা হয়েছে বলেও মনে করেন তিনি৷

রবিবার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ না দেওয়ার কথা জানিয়ে মওদুদ বলেন, সরকার নিজে থেকে আইন প্রণয়ন করার ক্ষমতা আদালতকে দিয়ে দিয়েছে৷ সংসদে যাই, আর না যাই- তা এখন কোনো বিষয় নয়৷ আমরা সংসদে যাবো না৷ সংসদ থেকে পদত্যাগের ইঙ্গিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ইতিমধ্যে দিলেও মওদুদ বলেছেন, এ বিষয়ে দল এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি৷ তবে আমাদের কোনো দাবিই সংসদে পূরণ না হওয়ায় কিছু সদস্য মনে করেন, এ সংসদে থাকার প্রয়োজন নেই৷

প্রতিবেদন : সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়