1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে ফিরেছে বিরোধী দল বিএনপি

১১ ফেব্রুয়ারি ২০১০

অবশেষে বাংলাদেশের সংসদ অধিবেশনে যোগ দিয়েছে বিরোধী দল বিএনপি৷ বিকেল সোয়া ৩টায় স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বিরোধী সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন৷

https://p.dw.com/p/LydX
বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াছবি: DW

বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে ফ্লোর নেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক৷ তিনি সরকারের সমালোচনা করে ১০ মিনিট বক্তব্য রাখেন৷ তিনি বলেন, একটি সমঝোতার নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে৷ তার পরে বক্তব্য রাখেন স্পিকার জমির উদ্দিন সরকার৷ স্পিকার বিরোধী দলকে স্বাগত জানান৷

নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশেন যোগ দিয়ে পরে অবশ্য আসন বন্টন ইস্যুতে অধিবেশন বর্জন করে বিরোধী দল৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক