1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে ফিরে আসতে বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

৬ ডিসেম্বর ২০১০

সংসদে বিরোধী দলকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দল যতক্ষণ চাইবে তাদের সংসদে ততক্ষণ কথা বলতে দেয়া হবে৷

https://p.dw.com/p/QQKp
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

১২ দিনের বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন গত সপ্তাহে৷ রোববার বিকেলে তিনি তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাশিয়া ও জাপানসহ ৩টি দেশ সফরের সার্বিক দিক তুলে ধরেন৷

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান৷ প্রধানমন্ত্রী বলেন, তাদের যত অভিযোগ আছে তারা সব সংসদে এসে তুলে ধরতে পারে৷ এজন্য তারা যতক্ষণ সময় চাইবে ততক্ষণ কথা বলতে দেয়া হবে৷

রাজনীতিবিদরা ওয়ান ইলেভেন থেকে শিক্ষা নিয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি চাইছেন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে উঠুক৷ বিরোধী দল সরকারের সমালোচনা করলে তাতে সরকারেরই লাভ৷ সরকার তার ভুল-ত্রুটি সংশোধন করতে পারে৷ তবে সে সমালোচনা যত গঠনমূলক হয় ততই ভাল৷ বিরোধী দল হরতাল করছে ব্যক্তির বাড়ি রক্ষার জন্য৷ আর আওয়ামী লীগ হরতাল করেছিল সুষ্ঠু ভোটার তালিকার জন্য৷ সোয়া কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছিল৷

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, এর তদন্ত হবে, তদন্ত হওয়া প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই