1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে যেতে চায় বিএনপি, কিন্তু রয়েছে শর্ত

১৭ সেপ্টেম্বর ২০১০

আগামী সোমবার বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন অধিবেশন শুরু হচ্ছে৷ সংসদের এই অধিবেশনে যোগ দিতে চায় প্রধান বিরোধী দল বিএনপি৷ কিন্তু শর্ত হিসেবে তারা দাবী পুরণ ও পরিবেশ সৃষ্টির কথা বলেছে৷

https://p.dw.com/p/PF4J
বিএনপির প্রধান কার্যালয়ছবি: Mustafiz Mamun

দীর্ঘ বিরতির পর গত বাজেট অধিবেশনে মাত্র ২৫ মিনিটের জন্য সংসদে যোগ দিয়েছিল বিএনপি৷ তারা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার আগেই সংসদ থেকে ওয়াক আউট করেন৷ ২২শে জুলাই বাজেট অধিবেশন শেষ হলেও বিরোধী দল আর সংসদে আর ফিরে যায়নি৷ বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক (এমপি) সংসদ ভবনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁরা সংসদে ফিরতে চান৷ কিন্তু এজন্য প্রথমে তাঁদের দাবি মানতে হবে৷ এরমধ্যে আরাফাত রহমান কোকোর প্যরোল বাতিলের আদেশ প্রত্যাহার এবং সেনাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার অন্যতম৷

জয়নাল আবেদিন ফারুক বলেন, তাঁরা মনে করেন না ৩ দিনের মধ্যে এই দাবি পুরন করা সম্ভব৷ কিন্তু ন্যুনতম পরিবেশ সৃষ্টি করতেই হবে৷ প্রসঙ্গত, সংসদের এই অধিবেশন আগামী ৫ই অক্টোবর পর্যন্ত চলবে৷ এই অধিবেশনে মোট ১৫টি বিল উত্থাপিত হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়