1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসের সাফল্য নিয়ে সংশয়

৯ মে ২০১৬

বেলআউটের তৃতীয় কিস্তির অর্থ পেতে আরও কিছু অপ্রিয় সংস্কারের সিদ্ধান্ত নিল গ্রিস৷ কিন্তু নির্ধারিত পথে সে দেশের সংকটের সমাধানের সম্ভাবনা সম্পর্কে দেশে-বিদেশে সংশয় বাড়ছে৷

https://p.dw.com/p/1IkHx
গ্রিসের সংসদে প্রবল বাকবিদণ্ডা
ছবি: picture-alliance/dpa/P. Saitas

গ্রিসের আর্থিক ও অর্থনৈতিক সংকট বহুকাল সংবাদপত্রের শিরোনাম থেকে কিছুটা দূরে সরে ছিল৷ কিন্তু সংকট যে এখনো মেটেনি, সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না৷ আন্তর্জাতিক আর্থিক সহায়তার বদলে গ্রিসকে যে অপ্রিয় সংস্কারের পথে এগোতে হচ্ছে, তার বিরুদ্ধে বার বার তুমুল প্রতিবাদ-বিক্ষোভ দেখা গেছে৷ এবারও তার ব্যতিক্রম ঘটেনি৷ সংসদ সদস্যরা পেনশন কমানো ও কর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করায় সাধারণ মানুষের একটা বড় অংশ ক্ষোভে ফেটে পড়েছে৷ এবার সরকারি জোটের সব সংসদ সদস্যই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, বিদ্রোহের লক্ষণ দেখা যায়নি৷

কিন্তু ৮,৬০০ কোটি ইউরো অঙ্কের বেলআউট-এর তৃতীয় কিস্তির জন্য এই সব পদক্ষেপ পূর্বশর্ত ছিল৷

আন্তর্জাতিক দাতাদের চাপে সংস্কারের দিশায় গ্রিসের এক একটি সিদ্ধান্ত সত্ত্বেও শেষ পর্যন্ত সংকটের অবসান ঘটবে কিনা, তা নিয়েও সংশয় কম নেই৷ তাছাড়া সেই সব সিদ্ধান্ত কার্যকর করার কাজও সরকারের পক্ষে সহজ হবে না বলে মনে করছেন অনেকে৷

তাছাড়া বর্তমান বেলআউট কর্মসূচির কার্যকারিতা নিয়ে দাতাদের মধ্যেই সংশয় দেখা যাচ্ছে৷

শর্ত পূরণের প্রশ্নে জার্মান সরকার, বিশেষ করে অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে অনড় অবস্থান দেখালেও সরকারি জোটের শরিক এসপিডি দলের নেতা সিগমার গাব্রিয়েল খোলাখুলি এই অবস্থানকে চ্যালেঞ্জ করছেন৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য