1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সক্রিয় হচ্ছে চারদল, আওয়ামী লীগ ব্যস্ত চট্টগ্রাম নিয়ে

২৮ মে ২০১০

বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিকগুলোতে মুল প্রতিবেদন বাস চাপায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র খন্দকার খানজাহান সম্রাটের প্রাণ কেড়ে নেয়া এবং তৎপরবর্তী ভাঙচুর বিষয়ে৷

https://p.dw.com/p/Nb4A
ছবি: AP

তবে এছাড়াও দেখা যাচ্ছে নানা সংবাদ৷ বিশেষ করে চার দলীয় জোটের প্রাণ ফিরিয়ে আনার চেষ্টার খবরটি৷

সক্রিয় হচ্ছে চার দলীয় জোট

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চারদলীয় জোটের দুই শরীক দলের সঙ্গে বৈঠক করবেন বলা হয়েছিল আগেই৷ তিনি সেই বৈঠক করেছেন৷ ইত্তেফাক, প্রথম আলো, সংবাদ, আমার দেশ, সমকাল, মানবজমিন, যুগান্তরসহ সব দৈনিকে রয়েছে এই সংবাদ৷ বলা হচ্ছে, দেড় বছরের বেশি সময় পর গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে মূলত সরকার বিরোধী কর্মসূচি নিয়েই আলোচনা হয়৷ আগামী ৫ জুন জামায়াতে ইসলামীর সঙ্গে হবে আরেকটি বৈঠক৷ এছাড়া সমমনা অন্য দলগুলোর সঙ্গেও বৈঠক করবে বিএনপি৷

আওয়ামী লীগ ব্যস্ত চট্টগ্রাম নিয়ে

ক্ষমতাশীন আওয়ামী লীগ ব্যস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন নিয়ে৷ বলে রাখা ভালো চট্টগ্রাম আওয়ামী লীগ বহুমতে বিভক্ত৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত মতভেদ ভুলে দলের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন সেখানকার নেতাদের প্রতি৷ গতকালই তিনি বৈঠক করেন তাদের সঙ্গে৷ সকল দৈনিকে এসেছে এই সংবাদ৷

বন্ধ হয়নি ব়্যাবের ক্রসফায়ার নামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড

সংবাদ, যুগান্তর এবং কালের কন্ঠসহ বিভিন্ন পত্রিকায় লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির প্রতিবেদনের রির্পোটটি প্রকাশ করেছে৷ বলা হচ্ছে, ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্রসফায়ার' বন্ধের প্রতিশ্রুতি দিলেও তা বন্ধ হয়নি৷ সেই সঙ্গে তারা বলছে, বাংলাদেশে নারীরা এখনও এসিড সন্ত্রাস, ধর্ষণ, নির্যাতন ও হামলার শিকার হচ্ছেন৷

পেট্টোলে ঝলসে যাওয়া আলেয়া খাতুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিহিংসার শিকার হন দরিদ্র এই তরুনী৷ বিভিন্ন পত্রিকায় বলা হচ্ছে, ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে৷ ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা মুশকিল৷ তবে তার অবস্থা আশঙ্কাজনক৷

গ্রন্থণা: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম