1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সচিন ৫৪, লক্ষণের ‘স্পেশাল’ সেঞ্চুরি, জিতে গেল ভারত

৮ আগস্ট ২০১০

‘ভেরি ভেরি স্পেশাল’ লক্ষণের অসামান্য সেঞ্চুরি আর সচিনের ৫৪৷ জিতে গেল ভারত৷ শ্রীলঙ্কার সঙ্গে এই টেস্ট জিতে এবং সিরিজ ড্র করে টেস্ট ক্রিকেটে নিজেদের এক নম্বর অবস্থানটাও বজায় রাখতে পেরেছে ধোনির দলবল৷

https://p.dw.com/p/OelN
লক্ষণের সেঞ্চুরিতে জিতে গেল ভারতছবি: UNI

১৪৯ টি বলে বারোটা বাউন্ডারির সাহায্যে ভি ভি এস লক্ষণের অপরাজিত ১০৩ রানের একটা অসামান্য ইনিংস ভারতকে আবার শৌর্যের সম্মান পরালো শ্রীলঙ্কা সিরিজে৷ সিরিজের শেষ টেস্ট ম্যাচটা জিতে যাওয়ায় ফলাফল হয়েছে ১-১৷ যার আরেকটা উপহার, বিশ্ব টেস্ট ব়্যাঙ্কিং-এ ভারত ধরে রাখতে পেরেছে তাদের এক নম্বর অবস্থান৷ তবে এই টেস্ট জেতার ক্ষেত্রে সচিন তেন্ডুলকারের ৫৪ রানের ইনিংসটাও গুরুত্বপূর্ণ৷ কারণ, শুক্রবার দিনের শেষে ভারতের পরিস্থিতি মোটেও সুবিধার ছিল না৷ শনিবার সকালে টানা দুই ঘন্টা উইকেট আগলে প্রয়োজনীয় রানটা করে যান সচিন৷ আউট হন তিনি ৫৪ রানে৷

এরপর বাকি দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আর এক স্পেশালিস্ট ব্যাটসম্যান লক্ষণ৷ সচিনের প্রায় সমবয়স্ক ৩৬ বছরের লক্ষণের এদিনের বিধ্বংসী ইনিংস ছিল দেখবার মত৷ কোমরের নীচে তীব্র যন্ত্রণা নিয়ে খেলতে নেমে দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জিতিয়ে সিরিজেও সমতায় পৌঁছে দিয়েছেন তিনি৷ ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির মতে, ‘এই কারণেই লক্ষণ হল ভেরি ভেরি স্পেশাল৷' প্রসঙ্গত, এই লক্ষণের পুরো নাম ভি ভি এস লক্ষণ৷ তাঁর নামের আদ্যক্ষরদুটিকেই এই ভাষায় ব্যাখ্যা করেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন৷

সিরিজ সেরা হয়েছেন ভারতের বীরেন্দ্র শেহবাগ৷ ব্যাটিং এবং বোলিং দুটিতেই অনবদ্য ছিলেন তিনি আগাগোড়া৷ তবে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রান তাড়া করে, শেষ দুদিনের ভাঙা পিচে স্পিন আক্রমণের মোকাবিলা করে যেভাবে সচিন আর লক্ষণের মত ভারতের দুই বর্ষীয়ান খেলোয়াড় দলকে টেনে নিয়ে গেলেন, তারপরে বয়স নিয়ে বিতর্ক ভারতীয় দলে আর মাথাচাড়া দিতে পারবে বলে মনে করা যাচ্ছে না৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক