1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সঠিক পথেই এগোচ্ছে সরকার: আওয়ামী লীগ

১৮ সেপ্টেম্বর ২০১০

সরকার সঠিক পথেই এগোচ্ছে বলে মনে করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম৷ সরকার ব্যর্থ হলে বিরোধী দলকে তা সংসদে গিয়ে তুলে ধরার আহ্বান জানান হয়েছে প্রেসিডিয়ামের সভায়৷

https://p.dw.com/p/PFMl
Syed, Ashraful, Islam, minister, Bangladesh, আওয়ামী, লীগ, সাধারণ, সম্পাদক, সৈয়দ, আশরাফুল, ইসলাম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামছবি: Samir Kumar Dey

একটি নির্বাচিত সরকারকে মেয়াদের আগে অবৈধভাবে উৎখাতের কথা সংবিধান বিরোধী বলেও মনে করে তারা৷ বৃহস্পতিবার রাতে প্রেসিডিয়ামের বৈঠক শেষে এসব কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম৷

আওয়ামী লীগের প্রেসিডিয়াম বৈঠক শেষ হয় রাত ১০টার পর৷ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকার পরিচালনার কৌশল, সরকারের কার্যক্রম এবং কর্মসূচি নিয়ে আলোচনা হয়৷ যুদ্ধাপরাধীদের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন – এগুলো ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার৷ আর সে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার সঠিক পথেই এগোচ্ছে বলে সভায় মত দেয়া হয়৷ সৈয়দ আশরাফুল ইসলাম বলেন সরকার দ্রুত গতিতে না হলেও সন্তোষজনক গতিতে এগোচ্ছে৷

সভায় বলা হয়, সংসদই কথা বলার আসল জায়গা৷ তাই বিরোধী দল সরকারকে ব্যর্থ মনে করলে তা সংসদে গিয়ে বলা উচিত, যাতে সরকার সঠিক পথে চলতে পারে৷ কোন নির্বাচিত সরকারকে অবৈধভাবে উৎখাতের ঘোষণা অসাংবিধানিক৷

অন্যদিকে স্পিকার আব্দুল হামিদ বিরোধী দলকে আবারো সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন