1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সতীর্থদের বিরুদ্ধে বোমা ফাটালেন ইয়াসির হামিদ

৫ সেপ্টেম্বর ২০১০

অনেকটা বোমা ফাটালেন বলা যায় পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইয়াসির হামিদ৷ তার দলের অন্যান্য ক্রিকেটাররা আগে থেকেই ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/P4lf
ছবি: AP

এক গোপন ভিডিওতে তাঁর এসব কথাবার্তা প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড৷ এর আগে ইয়াসির হামিদ ব্রিটিশ ট্যাবলয়েডের সঙ্গে কোন সাক্ষাতকারের কথা অস্বীকার করেছিলেন৷ তবে এরপর একটি ভিডিও প্রকাশ করে নিউজ অব দ্য ওয়ার্ল্ড৷ তাদের দাবি তাদের আন্ডার কভার রিপোর্টার এই সাক্ষাতকারটি নিয়েছেন৷ তবে বোঝা যাচ্ছিল যে হামিদ সে সম্পর্কে সচেতন ছিলেন না৷ যাই হোক সেখানে তিনি জানিয়েছেন যে তাঁর সতীর্থরা আগে থেকে অন্যান্য ম্যাচে গড়াপেটার অপরাধের সঙ্গে জড়িত৷ এবং প্রায় প্রতি ম্যাচেই তাঁর সতীর্থরা এই কাজ করে আসছে৷ এমনকি অস্ট্রেলিয়া সফরে তাঁকে বুকমেকাররা দলে টানতে চেয়েছিল বলেও তিনি উল্লেখ করেছেন৷ তবে তিনি তাতে রাজী হননি, এমন কথা বলেছেন হামিদ৷ পাকিস্তানী টেস্ট দলের এই ওপেনারের বক্তব্য গোটা ঘটনাকে আবারও নতুন মাত্রা দিল৷

এদিকে অভিযুক্ত পাকিস্তানী তিন ক্রিকেটারের পর জাতীয় দলের আরেক ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড৷ তবে এই ব্যাপারে কোন মন্তব্য করেনি আইসিসি৷

এদিকে সাবেক ইংলিশ ক্রিকেটার ও বর্তমানে সাংবাদিক মাইক আথারটন মোহাম্মদ আমিরকে ছাড় দেওয়ার জন্য অনুরোধ করেছেন৷ তাঁর মতে মাত্র ১৮ বছর বয়স্ক এই প্রতিভাবান ফাস্ট বোলার আসলে দুষ্টচক্রের খপ্পরে পড়ে গেছে৷ তিনি বলেন, ম্যাচ গড়াপেটা মাদক নেওয়ার চেয়েও খারাপ অপরাধ৷ কারণ এতে সংশ্লিষ্ট খেলোয়াড় ইচ্ছে করেই খারাপ খেলে থাকে৷ তবে আমি আশা করি কর্তৃপক্ষ আমিরকে দ্বিতীয় একটি সুযোগ দেবে৷ সে আসলে এই ঘটনার একটি শিকার, বলেন ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক আথারটন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য