1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সনি’র ক্যাসেট ওয়াকম্যানের মৃত্যু আসন্ন

৩ নভেম্বর ২০১০

জাপানে বিক্রি বন্ধ হয়ে গেছে সনি ওয়াকম্যানের৷ চিনতে পারছেন তো? ঐ যে আশি কিংবা নব্বইয়ের দশকের তরুণ প্রজন্মের হাতে হাতে ঘুরতে যে যন্ত্র৷ কানে হেডফোন লাগানোর ধারার শুরুটা কিন্তু করেছিল ওয়াকম্যানই৷

https://p.dw.com/p/PwvI
ছবি: picture-alliance / imagestate/HI

সনি ওয়াকম্যানের বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে - এই খবরটি শোনার পর খানিকটা বিভ্রান্তি ছড়ায় অনেকের মনে৷ কাউকে কাউকে বলতে শোনা যায়, এখনো কি ওয়াকম্যান তৈরি হয় নাকি!

বিক্রি হয়েছে ২২ কোটি কপি

অথচ গত তিন দশকে এই সহজে বহনযোগ্য ওয়াকম্যান বিক্রি হয়েছে ২২ কোটি কপি৷ জগার থেকে শুরু করে শিক্ষার্থী আর সংগীতপ্রেমীদের কাছে ওয়াকম্যান ছিল প্রথম পছন্দ৷ ১৯৭৯ সালে এই ওয়াকম্যানের যাত্রা শুরুর প্রথম দু'মাসে বিক্রি হয় ত্রিশ হাজার কপি৷ তবে এই যন্ত্রটিকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে এক বিজ্ঞাপন৷ ১৯৮৫ সালের সেই ওয়াকম্যান বিজ্ঞাপন জোয়ার আনে বিক্রিতে৷

বিজ্ঞাপনেই কাটতি

এই বিজ্ঞাপনের কল্যাণে প্রথম দশকে ক্যাসেট ওয়াকম্যান বিক্রি হয় পাঁচ কোটি৷ সংগীত পণ্যের বাজারে সনির অবস্থান পাকাপোক্ত করে এই যন্ত্র৷ কিন্তু যুগ বদলের সঙ্গে বদলেছে হওয়া৷ এখন আর ওয়াকম্যান নয় বরং আইপডের দিকেই নজর সংগীত প্রেমীদের৷ তাছাড়া উনাশি'র প্রেক্ষিতে ওয়াকম্যান আকারে ছোট হলেও বর্তমানের আইপডের তুলনায় তা ভারী এবং বড়৷

Sony Walkman von 2005
বদলে গিয়েছিল ওয়াকম্যানের চিরায়ত অবয়বছবি: AP

সনি'র কথা

সনি'র মুখপাত্র হিরোকো নাকামুরা'র কথায়, ‘আমাদের ক্রেতাদের সংগীত শোনার ধরন এখন অনেকটাই ডিজিটাল অডিও নির্ভর হয়ে গেছে৷ তাই ক্যাসেট নির্ভর ওয়াকম্যানের চাহিদা কমে যাওয়ায় আমরা এগুলোর চালান বন্ধের সিদ্ধান্ত নিয়েছি৷' সনি জাপানের ওয়েবসাইটেও ঝুলিয়ে দেয়া হয়েছে বিক্রি বন্ধের খবর৷ সেখানে শোভা পাচ্ছে, ‘উৎপাদন শেষ' বার্তা৷

‘ওয়াকম্যান আর চাই না'

কিন্তু আসলেই কি সনি'র ওয়াকম্যান হারিয়ে গেছে স্মৃতির গহিনে? কেউ কি আর ফিরে পেতে চায় না এই সঙ্গীকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে করা হয়েছিল এই প্রশ্ন৷ তাদের সবার এক কথা, ওয়াকম্যানের কোন দরকারই আর নেই৷ তারচেয়ে বরং মোবাইল ফোন কিংবা আইপড ভালো৷

বুঝতেই পারছেন, বর্তমান প্রজন্মের কাছে ওয়াকম্যান কতটাই অপ্রয়োজনীয় এক পণ্য৷ মুঠোফোন, আইপডের মত পণ্য বরং জয় করে নিচ্ছে তরুণের হৃদয়৷ তাছাড়া বর্তমানে এক পণ্যের নানান ব্যবহারের উপর নির্ভর করছে এর জনপ্রিয়তা৷

ক্যাসেটি কি?

২৫ অক্টোবর টুইটারে মূল আলোচনা ছিল ওয়াকম্যান নিয়ে৷ মাদ্রিদ থেকে সোনিয়ো মোরিনো লিখেছিলেন, ‘আমি জানতাম না, যে ওয়াকম্যান এখনো বিক্রি হয়৷ তবে এখন এটির অবসরের কথা শুনে খারাপ লাগছে'৷ নিউ ইয়র্ক থেকে সাবরিনা'র মন্তব্য, ‘এটা একটা দুঃখের দিন৷ আমার পুরনো ওয়াকম্যানটিকে খুঁজে বের করে এর শেষকৃত্যের আয়োজন করতে ইচ্ছা করছে'৷ তবে ওয়াকম্যান নিয়ে সবচেয়ে ব্যতিক্রমী মন্তব্যটি এসেছে ওয়াশিংটন থেকে৷ এক ছদ্মবেশীর টুইট, ‘আমার ছেলের জিজ্ঞাসা, ক্যাসেটি কি?'

সে যাই হোক, ক্যাসেট ওয়াকম্যানের এই অবসর বর্তমানে শুধু জাপানের জন্য প্রযোজ্য৷ উত্তর অ্যামেরিকা, ইউরোপ এবং এশিয়ায় এখনো খানিকটা বিক্রির সুযোগ আছে এই পণ্যের৷ তাই, আরো কিছুদিন ওয়াকম্যানকে বাঁচিয়ে রাখতে চায় সনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক