1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তান নয়, সম্পদের প্রতিই বেশি টান খালেদার, বললেন হাসিনা

৩১ আগস্ট ২০১০

খালেদার ওমরাহ যাত্রা নিয়ে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী৷ ব়্যাব আর পুলিশের কর্তাবদল৷ আর শ্রমবাজারের ক্ষয় নিয়ে চিন্তিত সরকার৷

https://p.dw.com/p/OzpT
দুই নেত্রী...ছবি: AP/DW

সন্তানের চেয়ে সম্পদ বড় খালেদার কাছে, মন্তব্য হাসিনার

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া তাঁর সন্তানদের চেয়ে সম্পদ বেশি ভালোবাসেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিডিনিউজটোয়েন্টিফোর সহ অন্য আরও দু'একটি সংবাদপত্র এই খবরটি বেশ শিরোনামে রেখে জানাচ্ছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এই মন্তব্যটি করেন৷ খালেদা জিয়া তাঁর অসুস্থ ছেলে আরাফাত রহমানকে দেখতে না যাওয়ায় সমালোচনা করেন হাসিনা। তিনি বলেন, ‘সন্তানের প্রতি খালেদা জিয়ার ভালোবাসা নেই, যতটা সম্পদের প্রতি আছে৷ তাঁর সম্পদের লোভ এত বেশি যে একদা যে জেনারেল এরশাদকে স্বামীর হত্যাকারী বলেছেন, সেই হত্যাকারীর হাত থেকে বাড়ি নিয়েছেন৷' খালেদা মোট দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। স্বামী জিয়াউর রহমানের হত্যার বিচার করেননি কেন? এটা হাসিনার প্রশ্ন৷ স্বামী হত্যার বিচার করেননি, অসুস্থ ছেলেকে দেখতে যাননি৷ সম্পদই বড় তাঁর কাছে, বলেছেন প্রধানমন্ত্রী৷ দেশের অবস্থা খারাপ হওয়ায় বিরোধীদলীয় নেতা অসুস্থ ছেলেকে দেখতে বিদেশে যাননি বিএনপির যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, ‘তিনি ওমরাহ পালন করতে বিদেশে গেছেন৷ তাহলে দেশের অবস্থা কীএখন ভালো হয়ে গেছে?'

ব়্যাব প্রধান এবার পুলিশের আইজি হলেন

ইত্তেফাক, কালের কন্ঠ সহ কয়েকটি সংবাদপত্র জানাচ্ছে, পুলিশ মহাপরিদর্শক বা আইজি নূর মোহাম্মদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তাঁর চাকরি চলে গেছে পররাষ্ট্রমন্ত্রণালয়ে৷ ফলে তাঁর শূণ্য পদে নতুন আইজি হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। আর খন্দকারের জায়গায় র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোখলেসুর রহমান৷ স্বরাষ্ট্রসচিব আব্দুস সোবহান সিকদার সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে৷

বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে

বিদেশে বাংলাদেশের শ্রমবাজার ক্রমশ সংকুচিত হতে থাকায় উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল৷ সংবাদটি দৈনিক ইত্তেফাকের বিশ্লেষণী প্রতিবেদন৷ তারা বলছে, বিভিন্ন শ্রমিক আমদানিকারী দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে গত দুই বছর ধরে৷ ফলে শ্রমিক রফতানির বাজার ক্রমশ আরও ক্ষয়ে চলেছে৷ এ অবস্থায় ইউরোপ সহ কয়েকটি মহাদেশে শ্রমিক রফতানির সম্ভাবনা খতিয়ে দেখতে পাঁচটি দল পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ ঈদের পরেই পাঠানো হবে সেইসব দলকে৷ বিভিন্ন দেশে ক্রমশ মেধা শ্রমিকদের চাহিদা বাড়ছে৷ সে সম্ভাবনাও ক্ষতিয়ে দেখা হবে৷

সংকলনঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনাঃ ফাহমিদা সুলতানা