1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আংকারায় জার্মান দূতাবাস বন্ধ

১৭ মার্চ ২০১৬

বৃহস্পতিবার ইস্তানবুলের জার্মান কনস্যুলেট ও স্কুলও বন্ধ রাখা হয় একই কারণে৷ অপরদিকে এদিন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষবৈঠকে তুরস্কের সঙ্গে আলাপ-আলোচনা৷ বিষয়: উদ্বাস্তু সংকট৷

https://p.dw.com/p/1IEWu
জার্মান কনস্যুলেটের সামনে পুলিশের পাহারা
ছবি: Reuters/O.Orsal

ইস্তানবুল কনস্যুলেট থেকে প্রকাশিত একটি ই-মেলে জার্মান নাগরিকদের সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে৷ কনস্যুলেটটি ইস্তানবুলের টাকসিম চত্বরের কাছে; জার্মান স্কুলটি তার প্রায় এক মাইল দূরে৷

অপরদিকে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, আংকারায় জার্মান দূতাবাস নিরাপত্তাজনিত সাবধানতার কারণে বন্ধ থাকছে৷ কী ধরনের সাবধান বার্তা পাওয়া গেছে, সে বিষয়ে দূতাবাস কিছু জানায়নি৷ দৃশ্যত তা নিয়ে এখনও খোঁজখবর ও তদন্ত চলেছে৷

যে জার্মান স্কুলটা বন্ধ
হামলার আশঙ্কায় বন্ধ ঘোষণার পর সবাই ইস্তানবুলের জার্মান স্কুল ছেড়ে যাচ্ছেনছবি: picture-alliance/dpa/S.Suna

আংকারার গাড়িবোমা

অপরদিকে গত রবিবার আংকারায় যে গাড়িবোমা আক্রমণে ৩৭ জন প্রাণ হারায়, ‘কুর্দিস্তানের স্বাধীনতার বাজপাখি' বা টিএকে নামধারী একটি জঙ্গিগোষ্ঠী তার জন্য নিজেদের দায়ী বলে ঘোষণা করেছে৷ একটি অনলাইন পোস্টিংও টিএকে বলেছে যে, তাদের বেসামরিক ব্যক্তিদের হত্যা করার অভিপ্রায় ছিল না; বরং তারা তুর্কি নিরাপত্তা বাহিনীর উপর আক্রণ চালাতে চেয়েছিল৷ পুলিশ হস্তক্ষেপ করার পরে নাকি বহু বেসামরিক ব্যক্তি নিহত হন, যদিও টিএকে-র বিবৃতিতে যোগাযোগটা স্পষ্ট করে দেওয়া হয়নি৷ টিএকে বলে থাকে যে, তারা নিষিদ্ধ কুর্দিস্তান শ্রমিক দল পিকেকে থেকে বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে উভয় গোষ্ঠীর মধ্যে পূর্বাপর সংযোগ আছে৷

Infografik Karte Türkei Anschläge seit 2015 ENGLISCH
২০১৫ সালের পর থেকে যে সব হামলা হয়েছে তুরস্কে

‘ডের স্পিগেল' পত্রিকার তুরস্ক প্রতিনিধি

জার্মানির প্রখ্যাত সংবাদ-সাপ্তাহিকী ‘ডের স্পিগেল'-এর প্রতিনিধি হাসনাইন কাজিম তিন মাস ধরে তাঁর প্রেস আইডি-র মেয়াদ বাড়ানোর জন্য অপেক্ষা করার পর অবশেষে বৃহস্পতিবার তুরস্ক পরিত্যাগ করেছেন৷ জার্মান কূটনীতিকরা কাজিম ও তাঁর পরিবারকে বিমানবন্দর অবধি নিয়ে যান, যাতে তিনি বিনা বিপত্তিতে যাত্রা করতে পারেন৷

এর্দোয়ানের কাছে সন্ত্রাস রোখা গণতন্ত্রের চেয়ে বেশি জরুরি

ওদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান ঘোষণা করেছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম এখন তুরস্কের কাছে সবচেয়ে জরুরি; এর স্থান গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা বা আইনের শাসনেরও ওপরে৷ তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘‘লৌহমুষ্টি'' প্রয়োগ করবে বলে এর্দোয়ান বুধবার প্রাদেশিক জেলা পর্যায়ের নেতাদের একটি সম্মেলনে মন্তব্য করেন৷ এ নিয়ে লন্ডনের ‘দ্য ইকনমিস্ট' পত্রিকায় সঙ্গে সঙ্গে ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছে: সেখানে এর্দোয়ান ডাক্তারকে বলছেন, ‘এই লৌহমুষ্টি আরো বড় করা যায় না?'

যুগপৎ তিনি কুর্দি-সমর্থক পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি দলেরও সমালোচনা করেন - যাদের সংসদে ৮০টি আসন আছে৷ মিডিয়ায় যারা ‘সহিংস কার্যকলাপের সমর্থন বা প্রশংসা করেন', তাদেরও ‘সন্ত্রাসী অপরাধের' আওতায় আনার কথা ভাবছে এর্দোয়ানের একেপি দল৷

অথচ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইউরোপীয় পর্যায়ে চলতি উদ্বাস্তু সংকট সমাধানের যে পন্থার কথা ভাবছেন, তা তুরস্কের সহযোগিতা ছাড়া সম্ভব নয়৷ যুগপৎ এর্দোয়ানের দমন নীতি ম্যার্কেলের পক্ষে বিড়ম্বনা হয়ে দাঁড়াচ্ছে৷ ম্যার্কেল সম্প্রতি সংসদে বলেছেন যে, সংবাদপত্রের স্বাধীনতা হলো এমন একটি বিষয় যা নিয়ে জার্মানির তুরস্কের সঙ্গে আলোচনা করা প্রয়োজন৷

এসি/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য