1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে কম বয়সে ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন ফেটেল

১৪ নভেম্বর ২০১০

অবশেষে স্বপ্নটা পূরণ হল সেবাস্টিয়ান ফেটেলের৷ রোববার আবু ধাবি গ্র্যান্ড প্রিক্সের শিরোপা জিতলেন৷ আর এর সঙ্গে সবচেয়ে কম বয়সে ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেও রেকর্ড বুকে নাম লেখালেন এই জার্মান তরুণ৷

https://p.dw.com/p/Q8T4
Sebastian Vettel
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফেটেলছবি: picture-alliance/dpa

ফর্মুলা ওয়ানের রাজত্বটা একসময় ছিল জার্মান মিশায়েল শুমাখারের হাতে৷ কিন্তু ২০০৬ সালে তিনি সর্বশেষ শিরোপা জিতেছিলেন৷ এরপর ফর্মুলা ওয়ানের চ্যাম্পিয়নশিপটি আর কোন জার্মানের হাতে ওঠেনি৷ চার বছর পর শুমাখারের উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করলেন মাত্র ২৩ বছর বয়সি সেবাস্টিয়ান ফেটেল৷

রোববার রেড বুলের হয়ে আবু ধাবি গ্র্যান্ড প্রিক্স জিতে এই বছরের চ্যাম্পিয়নশিপটি নিশ্চিত করেন ফেটেল৷ তবে এই রেসের আগে ফেভারিট ছিলেন ফেরারির ফার্নান্দো আলোন্সো৷ পয়েন্ট ব্যবধানে ফেটেলের চেয়ে বেশ এগিয়েই ছিলেন এই স্প্যানিশ৷ কিন্তু রেস চলাকালে দলের একটি ভুল সিদ্ধান্তের বলি হন আলোন্সো৷ ফলে সাত নম্বরে থেকে রেস শেষ করতে হয় তাঁকে৷ আর সর্বমোট পয়েন্ট হিসেবে এবারের ফর্মুলা ওয়ানের শিরোপাটি চলে যায় ফেটেলের কাছে৷

NO FLASH Formel 1 Sebastian Vettel Red Bull Weltmeister
আবেগে আপ্লুত ফেটেলছবি: AP

চলতি মৌসুমে সেবাস্টিয়ান ফেটেলের সংগ্রহ ২৫৬ পয়েন্ট, আলোন্সোর সংগ্রহ ২৫২৷ অন্যদিকে রেড বুলের আরেক ড্রাইভার অস্ট্রিয়ান মার্ক ওয়েবারের অবস্থান এবার তৃতীয়৷ এদিকে আবু ধাবি গ্র্যান্ড প্রিক্সের রেসে ফেটেল সবার আগে শেষ করেন, তাঁর পরেই ছিলেন ম্যাকলারেনের ব্রিটিশ তারকা লুইস হ্যামিল্টন৷ বলা বাহুল্য, সবেচেয়ে কম বয়সে ফর্মুলা ওয়ানের শিরোপা জেতার রেকর্ডটি এতদিন ধরে নিজের দখলে রেখেছিলেন হ্যামিল্টন৷ কিন্তু এবার হাতছাড়া হলো জার্মান ফেটেলের কাছে৷

একদিকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দ, অন্যদিকে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড, সব মিলে ফেটেল ছিলেন একেবারে আবেগে আপ্লুত৷ রেস শেষে তিনি বলেন, চলতি বছরটা একটা দারুণ মৌসুম ছিল৷ আর আজকের ফাইনালটা ছিল দুর্দান্ত এবং ঘটনাবহুল৷ বলা বাহুল্য, ফেরারি দলের সিদ্ধান্ত ভুল না হলে হয়তো এই শিরোপাটি যেত তাদেরই ড্রাইভার ফার্নান্দো আলোন্সোর কাছে৷

এদিকে, যাকে দিয়ে শুরু করেছিলাম অর্থাৎ ফর্মুলা ওয়ানের রাজা মিশায়েল শুমাখারের কী অবস্থা? তিনিও ছিলেন রোববার আবু ধাবির রেসে৷ কিন্তু রেসের মাঝখানেই দুর্ঘটনায় পড়ে তাঁর মার্সিডিস রেসিং কার৷ ফোর্স ইন্ডিয়ার ইটালিয়ান ড্রাইভার ভিতান্তোনিও লিউজ্জির গাড়ির সঙ্গে সংঘর্ষ হলেও জানা গেছে, অল্পের জন্য গুরুতর আঘাত থেকে বেঁচে গেছেন ফর্মুলা ওয়ানে সাতবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শুমাখার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই