1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে কম রানের রেকর্ড গড়ে ফেলল আয়ারল্যান্ড

১ মে ২০১০

টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই দারুণ একখানা রেকর্ড দেখা গেল৷ তবে একে বলা উচিত বদনামের রেকর্ড৷ বিশ্ব পর্যায়ের আসরে কম রানের রেকর্ড গড়ল আয়ারল্যান্ড৷ মাত্র আটষট্টি রানেই মুড়িয়ে গেল আইরিশরা৷

https://p.dw.com/p/NC7O
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আইরিশদের খেলার একটি দৃশ্যছবি: AP

কেনিয়ার রেকর্ড ভেঙে দিল আয়ারল্যান্ড৷ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে আইরিশদের মোট সংগ্রহ ৬৮৷ খেলাটা হয়েছে প্রভিডেন্স স্টেডিয়ামে৷ এপ্রিলের ত্রিশ তারিখ, ২০১০-এ৷ যাঁরা রেকর্ড মনে রাখেন, তাঁরা মনে রাখুন যে এ পর্যন্ত বিশ্বমাপের ক্রিকেটে এরচেয়ে কম রান কেউ করতে পারেনি৷ কুড়ি ওভার পর্যন্ত খেলতেও ব্যর্থ আইরিশরা৷

আইরিশরা হেরেছে ঠিকই৷ আর সেটাই প্রত্যাশিত ছিল৷ কিন্তু অতীতের কেনিয়ার ৭৩ রানে ডারবানে নিউজিল্যান্ডের কাছে ইনিংস শেষ করার রেকর্ড ভাঙতে সফল আইরিশ দল৷ আর আইরিশদের এই নতুন রেকর্ডের পর বলা যায় খানিকটা সম্মানজনক জায়গায় চলে গেল বাংলাদেশ৷ কারণ, জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৭-এর ১৮ সেপ্টেম্বরে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১৫.৫ ওভারে মোট ৮৩৷ কম রানের রেকর্ডের বিচারে সেটা এখন পৌঁছে গেছে চার নম্বরে৷ কারণ প্রথমে আয়ারল্যান্ড, তারপর কেনিয়া এবং তারও পরে রয়েছে এখন স্কটল্যান্ডের নাম৷ আর রেকর্ডের ক্ষেত্রে প্রথম তিনটে নামই মনে রাখা দস্তুর৷ সুতরাং, সেই বিচারে টি টোয়েন্টিতে কম রান করার দৌঁড়ে ইউরোপের দুই দেশ এখন প্রথম সারিতে৷ বাংলাদেশ সেখান থেকে সরে যাওয়ার পর এশিয়াও কিন্তু আর সেই কম রানের তালিকায় থাকল না৷ সেটাও বেশ ভালোই প্রাপ্য আমাদের, তাই না?

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা- সাগর সরওয়ার