1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি

২৭ ডিসেম্বর ২০১৩

ব্রাজিল বিশ্বকাপের ভেন্যু নিয়ে দুশ্চিন্তা দূর হচ্ছেই না৷ এবার সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম নিয়েই বিব্রতকর অবস্থায় পড়েছে ২০১৪ বিশ্বকাপের আয়োজকরা৷ বৃষ্টির পানি ঢুকছে গারিঞ্চা ন্যাশনাল স্টেডিয়ামের ছাদ দিয়ে৷

https://p.dw.com/p/1Ah90
গারিঞ্চা ন্যাশনাল স্টেডিয়ামছবি: Reuters

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার গারিঞ্চার নামে রাজধানী ব্রাসিলিয়ায় তৈরি করা হয় গারিঞ্চা ন্যাশনাল স্টেডিয়াম৷ প্রায় ৫০৯ মিলিয়ন ডলার খরচ করে নির্মাণকাজ শেষ করার পর স্টেডিয়ামটি আট মাস আগে বিশ্বকাপ আয়োজক কমিটির কাছে হস্তান্তর করা হয়৷ তারপর কনফেডারেশন্স কাপের ব্রাজিল-জাপান ম্যাচটি সেখানে নির্বিঘ্নেই হয়েছিল৷ কোনো সমস্যা তখন কারো নজরে আসেনি৷ আয়োজকরা আসন্ন বিশ্বকাপের ছয়টি ম্যাচের ভেন্যু হিসেবে গারিঞ্চা স্টেডিয়ামকে নিয়ে নিশ্চিন্তই ছিলেন৷ অথচ গত সপ্তাহান্তে চিলি আর ব্রাজিল মহিলা দলের ম্যাচ চলার সময় দেখা দিয়েছে বিপত্তি৷ ম্যাচের সময় স্টেডিয়ামের ছাদের বেশ কয়েকটি জায়গা থেকে বৃষ্টির পানি চুইয়ে পড়তে দেখা গেছে!

ব্যাপারটি নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছে ২০১৪ বিশ্বকাপের আয়োজকরা৷ স্থানীয় সরকারের এজেন্সি ‘স্কোপা'-র মাধ্যমে ইতিমধ্যে স্টেডিয়ামের ছাদে ছিদ্র দেখা দেয়ার কারণ জানতে চেয়ে নির্মাণ প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়েছে৷ স্কোপা জানিয়েছে, চুক্তি অনুযায়ী স্টেডিয়ামের সব সমস্যা বিশ্বকাপের আগে দূর করে দিতে নির্মাণ প্রতিষ্ঠান বাধ্য৷ পাশাপাশি আরো জানানো হয়, ছাদের ছিদ্রের কারণে কোথাও কোথাও ভিজলেও সেখানে ফুটবল ম্যাচ আয়োজন করতে কোনো অসুবিধা হবে না৷

এসিবি/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য