1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সবাই মিলে ভাবলে সত্যিই বাংলাদেশ সুন্দর হতো’

২৬ মার্চ ২০১১

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে ৭১’র মুক্তিযুদ্ধে যাঁরা সরাসরি অংশ নিয়েছিলেন তাঁদের অন্যতম হলেন রাইসুল ইসলাম আসাদ৷ আর এই মন্তব্য তাঁরই৷

https://p.dw.com/p/10hqs
শহীদ মিনার প্রাঙ্গনেছবি: picture-alliance/dpa

সে সময় রক্তের মধ্যে যুদ্ধে যাওয়ার নেশা যেমন তাঁর ছিলো, তেমনি যুদ্ধ পরবর্তী সময়ে চেয়েছিলেন সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে৷

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে দেওয়া এক সাক্ষাতকারে রাইসুল ইসলাম ইসলাম আসাদ বলেছেন, ‘‘ সেসময় আমার একমাত্র দর্শন ছিল দেশটা স্বাধীন করা৷ আমি যুদ্ধে রওনা হলাম৷ সমস্ত অতীত পিছনে পড়ে রইলো আর ভবিষ্যতের আশা ছাড়লাম৷''

আসাদ বলেন, তিনি মুক্তিযুদ্ধের সময়ের গল্প বলতে পছন্দ করেননা৷ এমনকী এইসব স্মৃতি হাতড়াতেও তাঁর ভালো লাগেনা৷ তিনি বলেন, ‘‘স্বপ্ন ছিল বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি স্বাধীন দেশ হবে৷ নতুন প্রজন্মকে একটি সুন্দর ও স্বাধীন দেশ, মন ও চিন্তাধারা দিতে চেয়েছিলাম৷ কিন্তু আমরা কয়েকজন এভাবে ভেবেছি৷ সবাই মিলে ভাবলে হয়ত সত্যিকার অর্থেই এমনটি হতো৷''

আসাদ জানান, অতীত এবং বর্তমান সবসময়ই তাঁর রাজনৈতিক অবস্থান একটাই৷ তা হলো একটি স্বাধীন রাষ্ট্রে দুর্নীতিমুক্তভাবে দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়া৷ তিনি বলেন, ‘‘দলগতভাবে কাজ করতে চেয়েছি৷ তবে কোনো বিশেষ দলের অধীনে থেকে নয়৷''

তিনি মনে করেন, একটি স্বাধীন দেশের সবকিছু ঠিকঠাকভাবে গড়ে ওঠার জন্য ৪০ বছর বেশি সময় না হলেও এইসময়টাতে বাংলাদেশ আশানুরূপভাবে এগিয়ে যেতে পারেনি৷ আসাদ বলেন, ‘‘তবে তথ্য প্রযুক্তি ও খেলাধুলার দিক দিয়ে দলমত নির্বিশেষে কাজ করার জন্য আমরা অনেকটাই এগিয়েছি৷ অন্যান্যক্ষেত্রেও দলমত নির্বিশেষে কাজ করলে আরও অনেক দূরে যেতে পারতাম৷''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়