1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জোকোভিচ বিয়েও করবেন

২৫ ডিসেম্বর ২০১৩

বয়স ৩৩ হবে রজার ফেদারারের৷ ইনজুরি কাটিয়ে ফেরা নাদাল আর সেরার আসন ফিরে পেতে মরিয়া জোকোভিচ, মারের পাশে অনেকটাই অনুজ্জ্বল দেখাচ্ছে তাঁকে৷ মেয়েদের টেনিসে নতুন বছর সম্ভবত সাফল্য দিয়েই শুরু করবেন সেরেনা৷

https://p.dw.com/p/1AgQs
Finale der Tennis-WM in London (Novak Djokovic)
ছবি: Getty Images

২০১৩ সাল অনেক দিয়েছে সেরেনা উইলিয়ামসকে৷ এ বছর যু্ক্তরাষ্ট্রের এই খেলোয়াড় হয়েছেন ব়্যাংকিংয়ের সবচেয়ে বেশি বয়সি বিশ্বসেরা৷ আগামী বছর ফেদারারের মতো তাঁর বয়সও হবে ৩৩৷ কিন্তু এ বয়সেও মেয়েদের টেনিস সার্কিটে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি৷ এ বছর ফ্রেঞ্চ আর ইউএস ওপেন জেতায় ক্যারিয়ারে সেরেনার মোট গ্র্যান্ড স্লাম একক শিরোপা সংখ্যা সতেরোতে ঠেকেছে৷ জার্মানির স্টেফি গ্রাফকে পেছনে ফেলে উন্মুক্ত যুগের সফলতম মহিলা খেলোয়াড় হতে আর ৫টি মাত্র ট্রফি চাই তাঁর৷ পুরো বছরে ৭৮টি ম্যাচ জিতে হেরেছেন মাত্র চারটিতে৷ ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভাদের যে এবারও সেরেনাকে সামলাতে হিমশিম খেতে হবে তাতে কোনো সন্দেহ নেই৷

Serena Williams gewinnt WTA Championships Istanbul Türkei
২০১৩ সাল অনেক দিয়েছে সেরেনা উইলিয়ামসকেছবি: picture-alliance/dpa

বয়স সেরেনার কাছাকাছি হলেও পুরুষদের টেনিসে রজার ফেদারারকে আবার পড়তে হবে উল্টো পরিস্থিতিতে৷ রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারের বিপক্ষে বিদায়ী বছরটিতে একেবারেই সুবিধা করতে পারেননি৷ সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লাম একক শিরোপাজয়ী এই সুইস তারকা এ বছর একটা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেরও ফাইনালে উঠতে পারেননি৷ গত ১১ বছরে এই প্রথম এমন ব্যর্থতা দেখালেন ফেদারার৷

ফেদারারের ব্যর্থতার বড় কারণ তাঁর বয়স নয়, বরং নাদাল, জোকোভিচ আর মারের দুর্দান্ত ফর্ম৷ ইনজুরি কাটিয়ে এ বছর ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেনসহ ১০টি শিরোপা জিতেছেন নাদাল৷ ফলে এখন তাঁর ঝুলিতে মোট ১৩ টি গ্র্যান্ড স্লাম শিরোপা৷ বিশ্বসেরা নাদালের এমন দাপটের সময়ে ইনজুরিও হানা দেয়ায় এ বছর ব়্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন নোভাক জোকোভিচ৷ ক্যারিয়ারের ছয়টি গ্র্যান্ড স্লাম শিরোপার সঙ্গে নতুন নতুন সাফল্য যোগ করে শীর্ষে ফেরার জন্য জার্মানির বরিস বেকারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি৷

অ্যান্ডি মারে উইম্বলডনে ব্রিটেনের দীর্ঘ শিরোপা খরার অবসান ঘটালেও সাফল্যের ধারাবাহিকতা এখনো পাননি৷ তিনিও লড়ছেন পিঠের চোটের সঙ্গে৷ পুরুষদের টেনিসে নাদাল, জোকোভিচ, মারে, ফেদারার নতুন বছরেও লড়বেন শ্রেষ্ঠত্বের জন্য৷ নতুন বছরে নতুন কিছু করবেন শুধু নোভাক জোকোভিচ৷ গত সেপ্টেম্বরে বান্ধবী ইয়েলেনা রিসটিচের সঙ্গে বাগদান সেরেছেন, নতুন বছরে বিয়েটাও সেরে নিতে চান৷

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য