1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবার চোখ এখন স্পেন-ব্রাজিল ফাইনালে

২৮ জুন ২০১৩

দু’দলের শেষ ম্যাচের ফল ছিল ৪-০৷ কিন্তু কনফেডারেশন্স কাপ আবার বুঝিয়ে দিলো, আগের হিসেব নয়, মাঠের খেলাই আসল৷ দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ইটালিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এখন ফাইনালে ব্রাজিলের অপেক্ষায়৷

https://p.dw.com/p/18xu3
ছবি: Reuters

জমজমাট, শ্বাসরুদ্ধকর, অবিশ্বাস্য – এই শব্দগুলো দিয়েও কনফেডারেশন্স কাপের দ্বিতীয় সেমিফাইনালের বর্ণনা শুরু করা যথেষ্ট কিনা সন্দেহ৷ দলের সেরা ফরোয়ার্ড বালোতেল্লি চোটের কারণে দেশে ফিরে গেছেন, তারপরও প্রথমার্ধে ইটালিরই প্রাধান্য ছিল৷ ম্যাচ শেষে স্পেনের কোচও তা স্বীকার করেছেন৷ দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়ে ম্যাচ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল বর্তমান বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নেরা৷ কিন্তু নির্ধারিত নব্বই মিনিট, তারপর অতিরিক্ত ৩০ মিনিট – মোট ১২০ মিনিটেও গোল হয়নি একটাও৷ ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচাতেই টাইব্রেকার৷ সেখানেও চূড়ান্ত নাটকীয়তা৷ দু দলের ছয়টি করে শট, ছয়টিতেই গোল, যার অর্থ ৬-৬৷ তারপর ‘আনলাকি থার্টিন', অন্তত ইটালির জন্য তা-ই হলো, ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি বল উঁচু করে পাঠিয়ে দিলেন বাইরে৷ এগিয়ে গিয়ে ম্যাচ জিতে নেয়ার সুযোগ আর হাতছাড়া করেনি স্পেন৷ বদলি হিসেবে মাঠে নামা জেসুস নাভাস ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে উৎসবের আরেকটি উপলক্ষ্য এনে দেন স্পেনকে৷

18.07.2006 projekt zukunft fragezeichen
এই ছবিটিকেই খুঁজছেন আপনি৷ ছবিটির তারিখ 28.06.13-30.06.13 এবং কোড: 4467 পাঠিয়ে দিন bengali@dw.de ঠিকানায় অথবা এসএমএস করুন 0088 0173 030 2205, ভারত: 0091 98309 97232 নম্বরে৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারেন আকর্ষণীয় সারপ্রাইজ গিফট…ছবি: DW-TV

আসল উৎসবটা অবশ্য হবে রোববার৷ কার উৎসব সেটাই দেখার অপেক্ষা৷ সেদিন রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং কনফেডারেশন্স কাপের সর্বশেষ দু আসরের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে স্পেন৷ তরুণদের নিয়ে গড়া ব্রাজিল বেশ ভালো ফর্মে৷ সেমিফাইনালে উরুগুয়েকে (২-১) হারাতেই যা একটু কষ্ট হয়েছে, নইলে গ্রুপ পর্বে ইটালির মতো দলকেও সহজেই হারিয়েছিল তারা৷ ইটালিকে ৪-২ গোলে হারানোয় স্বাগতিকরা একটু আত্মবিশ্বাসী তো থাকবেই৷ তবে চতুর্থবারের মতো কনফেডারেশন্স কাপ জিততে হলে হারাতে হবে স্পেনকে৷ শক্ত প্রতিদ্বন্দ্বিতা, চরম নাটকীয়তা- অভিজ্ঞ আর তুলনায় বেশ অনভিজ্ঞ দুই দলের ম্যাচেও কি থাকবে এ সব? রোববারের ফাইনালের আগে তা অবশ্য বলা যাচ্ছেনা৷

এসিবি/ এসবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য