1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব দলের মতামত নিয়ে সংবিধান সংশোধন হবে

২৩ সেপ্টেম্বর ২০১০

সংবিধান বিশেষজ্ঞরা আশা করছেন হাইকোর্টের রায়ের আলোকে সংশোধনের মাধ্যমে একটি সুন্দর সংবিধান উপহার দেয়া যাবে৷ আর সংসদীয় কমিটি চায় তা হবে সব দলের সঙ্গে আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্তে৷

https://p.dw.com/p/PKxU
বাংলাদেশের সংসদ ভবনছবি: Harun Ur Rashid Swapan

কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি চাইলে বিএনপি'কে যে-কোন সময় মতামত দেয়ার আহবান জানিয়েছেন৷ সংসদীয় কমিটি বৃহস্পতিবার বিশেষজ্ঞদের মতামত নিয়েছে৷ সংসদীয় কমিটির বৈঠক শেষে ব্যারিষ্টার রফিকুল হক বলেন, অবশ্যই সংশোধনীর মাধ্যমে জাতিকে সুন্দর একটি সংবিধান উপহার দেয়া যাবে৷ আর এটর্নি জেনারেল মাহবুবে আলম আরো আলোচনা চালানোর কথা বলেন৷

আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, বিশেষজ্ঞরা সংবিধানের সংগতি-অসংগতিসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান সংশোধনের নজির এবং প্রক্রিয়া তুলে ধরেন৷

তিনি জানান, সব দলের মতামত নেয়া হবে সংবিধান সংশোধনে৷ তারা চান সর্বসম্মত সিদ্ধান্তে সংবিধান সংশোধন করতে৷ বিএনপিকে আমন্ত্রণ জানান হয়েছে, তারা চাইলে যে-কোন সময়ে কমিটির সঙ্গে বসতে পারেন৷

বৈঠকে ৮ জন সংবিধান বিশেষজ্ঞের উপস্থিত থাকার কথা ছিল৷ কিন্তু ড. কামাল হোসেনসহ ৩ জন দেশের বাইরে থাকায় তারা মতামত দেননি৷ কমিটি পরে তাদের মতামত নেবেন৷ ২রা অক্টোবর কমিটির পরবর্তী বৈঠক বসবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী