1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব রায় কার্যকরের পক্ষে বিপক্ষে অবস্থান

৪ নভেম্বর ২০১৪

বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধের সব রায় কার্যকরের কথা আবার বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ জেলহত্যা দিবসে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি৷

https://p.dw.com/p/1DgVA
Premierministerin Bangladesch Sheikh Hasina
ছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমসহ দেশের প্রধান প্রধান দৈনিকে প্রকাশিত হয়েছে খবরটি৷ দৈনিক পত্রিকা ‘প্রথম আলো'-র ফেসবুক পাতায় খবরটি শেয়ার করেছেন দুই শতাধিক মানুষ৷ প্রধানমন্ত্রীর ঘোষণার পক্ষে বিপক্ষে নানা বক্তব্য থাকছে আজকের ব্লগওয়াচে৷

মোহাম্মদ মতিউর রহমান লিখেছেন, ‘‘আমি চাই যারা প্রকৃত যুদ্ধ অপরাধী তারা শাস্তি পাক৷ কিন্তু অবাক করা ব্যাপার ৫৭ জন সেনা অফিসার হত্যা, সাংবাদিক সাগর-রুনী হত্যা, মাওলানা ফারুকী হত্যা, নারায়নগঞ্জের সাত খুনসহ চলমান সব খুনের কোনো ‘ক্লু' নেই৷ অথচ আজ থেকে ৪৩ বছর আগের অপরাধের প্রমাণ খুব সহজে পাওয়া যাচ্ছে! বিষয়টা সত্যি বিস্ময়কর!''

শেখ সালাউদ্দীন লিখেছেন, ‘‘দেশ দিয়েছে জাতির পিতা, সাগর দিলে তুমি, পিতা দিল স্বাধীনতা স্বপ্ন জাগালে তুমি৷ এগিয়ে যান সামনের দিকে জনগণ আছে আপনার সাথে৷''

‘ঢাকা ট্রিবিউন'-এর প্রকাশিত খবরটি টুইটারে শেয়ার করেছেন অনেকে৷

সুরেশ চন্দ্র টুইটারে লিখেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার সমালোচনা করেও টুইট করেছেন কেউ কেউ৷

এদিকে, জামায়াত নেতাদের বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে বাংলাদেশে অব্যাহত আছে হরতাল৷ এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে লিখেছেন আব্দুল কাদের৷

সামহয্যার ইন ব্লগে আনোয়ার হোসেন জীবন সংশ্লিষ্ট বিষয়ে লিখেছেন,‘‘দীর্ঘ প্রতিক্ষার পর যখন একের পর এক রাজাকারদের রায় ঘোষণা হচ্ছে তখন ইউরোপীয় ইউনিয়ন শাস্তি লাঘব করার আহ্বান জানাচ্ছেন, শুনে আমি আশ্চর্য হলাম৷ যখন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল তখন তারা এর বিরোধিতা দূরে থাকুক বরং পক্ষাবলম্বন করেছে৷''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য