1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব সমস্যার মূলে কুকুরের মলত্যাগ!

২৭ মার্চ ২০১১

অ্যামেরিকাকে নানান কারণেই আজব একটা দেশ বলে থাকেন অনেকেই৷ এবার সেখানেই ঘটলো আরোও একটি আজব কাণ্ড৷ কুকুরের মলত্যাগ করা নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলি করেছেন দুই প্রতিবেশী৷

https://p.dw.com/p/10i4A
ছবি: AP

ঘটনাটা ঘটেছে মিসিসিপি রাজ্যে৷ সেখানকার একটি গ্রামে পাশাপাশি থাকেন জেরি ব্লাসিঙ্গেম ও টেরি টেহনেট৷ একদিন ব্লাসিঙ্গেমের পালিত কুকুর প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে যান টেহনেটের বাড়ির সামনের সবুজ সুন্দর বাগানে৷ হয়তো জায়গাটা পছন্দ হয়েছে বলেই!

কিন্তু বেচারা কুকুর তো আর জানে না কী ভুলটাই না সে করেছে৷ যার খেসারতে মালিককে গালমন্দ শুনতে হয়েছে৷ অর্থাৎ টেহনেট বিচার নিয়ে ছুটে যান ব্লাসিঙ্গেমের কাছে৷ তাতেই শুরু হয় রেষারেষি৷ এক পর্যায়ে একজন গুলি করেন আরেক জনকে৷ অন্যজনও থেমে না থেকে তিনিও বের করেন পিস্তল৷ করেন গুলি৷ ফলাফল, দুজনই আহত৷

তবে এখানেই শেষ নয়৷ বিষয়টা গড়ায় আদালত পর্যন্ত৷ সেখানে দুই প্রতিবেশীই একে অপরকে দোষারোপ করেন আগে গুলি চালানোর জন্য৷ শেষে সুরাহা করতে না পেরে আদালত শুনিয়েছেন নীতিবাক্য ‘‘বাড়ি ও সম্পত্তির মালিকদের একে অপরকে সম্মান দেখানো প্রয়োজন৷ কুকুর যদি কারও বাড়িতে মলত্যাগ করে তাহলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দেয়াই উত্তম৷''

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই