1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী নারী-পুরুষদের অষ্টম আন্তর্জাতিক ক্রীড়া আসর

২ আগস্ট ২০১০

সমকামী নারী-পুরুষদের আন্তর্জাতিক ক্রীড়া আসর শুরু হলো জার্মানির কোলন শহরে৷ এটি অষ্টম ‘গে গেমস’৷ আয়োজকদের দাবি, সমকামী জনগোষ্ঠীর জন্য বিশ্বে এটিই সবচেয়ে বড় ক্রীড়া উৎসব৷

https://p.dw.com/p/OZqA
Puerto Rico, Gay Games, Koeln, Athlete, Sports, অষ্টম গে গেমস, পুয়ের্টোরিকো, ক্রীড়াবিদ
অষ্টম গে গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে পুয়ের্টোরিকোর এক ক্রীড়াবিদছবি: picture-alliance/dpa

জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে উদ্বোধন করেন এই উৎসবের৷ সাথে ছিলেন তাঁর দীর্ঘদিনের জীবনসঙ্গী কোলনের ব্যবসায়িক উদ্যোক্তা মিশায়েল ম্রোনৎস৷ রাইনএনার্গি স্টেডিয়ামের অনুষ্ঠানে ভেস্টারভেলে বললেন, সুযোগ সুবিধা নয়, সমকামীরা চায় মর্যাদা৷

১৯৮২ সাল থেকে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হচ্ছে সমকামীদের এই ক্রীড়া উৎসব৷ তবে জার্মানিতে এবারই প্রথম৷ এবারের স্লোগান ‘‘বি পার্ট অফ ইট'' - এর অংশ হয়ে যাও৷ পপ তারকা টেইলর ডেন এবং আগনেস নেচে গেয়ে মাতিয়ে তোলেন উদ্বোধনী পর্ব৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈচিত্র্যময় রঙ ও ঢঙের পোশাকে মোড়া দেড় সহস্রাধিক ক্রীড়া ও সংস্কৃতিপ্রেমী নারী-পুরুষ৷

অষ্টম ‘গে গেমসে' থাকছে ৩৫ টি ইভেন্ট৷ ৭০টি দেশ থেকে প্রায় দশ হাজার ক্রীড়াবিদ এসব ইভেন্টে অংশগ্রহণ করছেন৷ অন্যান্য ইভেন্টের সাথে রয়েছে সমকামী দম্পতিদের ফিগার স্কেটিং, বিলিয়ার্ডস এবং দাবা খেলা৷ কোলন আসরের সবচেয়ে বয়স্ক ক্রীড়াবিদ এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে৷ ৯২ বছর বয়সি এই পুরুষ ক্রীড়াবিদ অংশ নেবেন বডি বিল্ডিং-এ৷

নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত এই ক্রীড়া আসর৷ আটদিনের এই আসরে প্রায় দশ লাখ দর্শকের উপস্থিতি আশা করছেন আয়োজকরা৷ সমকামীদের এই ক্রীড়া আসরের সমাপনী হবে ৭ আগস্ট৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক