1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমঝোতা করে সরকার গডুন, ইরাকি নেতাদের বোঝালেন বাইডেন

৫ জুলাই ২০১০

ইরাকের রাজনৈতিক ভবিষ্যত সুরক্ষিত করতে হলে রাজনীতিবিদদের এক জায়গায় আসতে হবে৷ বাগদাদে গিয়ে শিয়া আর সুন্নি দুই নেতার সঙ্গে বৈঠকে বসে একথা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন৷

https://p.dw.com/p/OAdc
ছবি: AP

একদিকে ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ের নেতা নুরি আল মালিকি আর অন্যদিকে সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের নেতা আয়াদ আলাওয়ি৷ ইরাকের সর্বশেষ সাধারণ নির্বাচনে প্রায় কাছাকাছি ফলাফল করার পর এই দুই নেতারই দাবি প্রধানমন্ত্রী পদটির ওপর৷ সেই দাবির ভিত্তিতেই আপাতত নতুন সরকার গঠনের কাজ এগোতে পারছে না৷ তৈরি হয়েছে বড় ধরণের রাজনৈতিক অচলাবস্থা৷ এই পরিস্থিতি সামলাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার বাগদাদ সফরে গিয়ে দুই নেতার সঙ্গেই আলাদা করে আলোচনা করেন৷ প্রথমে মালিকি এবং পরে আলাওয়ির সঙ্গে বৈঠকে বসে তিনি আর্জি জানান জোট সরকার গড়ে তুলে দেশকে একটি শক্তপোক্ত প্রশাসন উপহার দেওয়ার জন্য৷

বস্তুত ইরাকের সর্বশেষ নির্বাচন যথেষ্ট ঠিকঠাক এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হলেও রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে দুই ভিন্ন মতাবলন্বী নেতার পারস্পরিক বোঝাপড়া না থাকায়৷ আর আগস্টের শেষেই ইরাক থেকে প্রায় ৩০ হাজার লড়াকু সেনা ফিরিয়ে নেওয়ার দিনক্ষণ ঘোষণা করে রেখেছে ওবামা প্রশাসন৷ এই অবস্থায় ইরাকে কোন স্থায়ী এবং কার্যকরী সরকার না থাকাটা হোয়াইট হাউজের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে৷ যে কারণে ইরাকি নেতাদের বোঝাতেই অ্যামেরিকার স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ে বাইডেনের এই সস্ত্রীক বাগদাদ সফর৷

যদিও বাইডেন খোলসা করেই বলেছেন, ওয়াশিংটন বা অন্য কোন দেশের পরামর্শ নিয়ে যেন সরকার তৈরি না করে ইরাক৷ সেটা কোন প্রত্যাশিত পথ নয়৷ তাঁর মতে, নিজেদের মধ্যে জোরদার বোঝাপড়া করে সরকার গড়াটা আশু প্রয়োজন৷ সেটা না করতে পারলে দেশের অভ্যন্তরে শান্তিস্থাপন করার কাজ সহজ হবে না৷ প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ফের মাথাচাড়া দেবে জঙ্গিরা৷

জঙ্গি সমস্যা কিন্তু রয়েই গেছে ইরাকে৷ বাইডেনের সফরের দিনেও রবিবার রামাদি শহরে স্থানীয় গভর্নরের দপ্তরে এক আত্মঘাতী নারীজঙ্গি নিজের শরীরে বিস্ফোরণ ঘটালে অন্তত তিনজনের মৃত্যু হয়৷ মোশুলে আর এক মানববোমাকে চিহ্নিত করে পুলিশ তাকে গুলি করে হত্যা করার আগে সেও বিস্ফোরণ ঘটায়৷ এই বিস্ফোরণে দুই পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আরাফাতুল ইসলাম