1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তফসিল প্রত্যাহারের দাবি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ নভেম্বর ২০১৩

বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দলের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে দেশের চারটি জেলায় সহিংসতায় চারজন নিহত হয়েছেন৷ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সারাদেশে৷ ওদিকে বিরোধী দল ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনের তফসিল প্রত্যাহার করতে বলেছে৷

https://p.dw.com/p/1AOqG
Smoke rises as a bus burns on a street after a nationwide strike was called, in Dhaka November 9, 2013. The opposition Bangladesh Nationalist Party (BNP) on Saturday announced another 84-hour nationwide strike, starting on Sunday, after police arrested BNP leaders, triggering violent protests across the country. No one claimed responsibility for setting the bus on fire and no casualties were reported, authorities said. Picture taken November 9, 2013. REUTERS/Mahmud Opu (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

বিরোধী দলের রাজপথ, নৌপথ এবং রেলপথ অবরোধের প্রথম দিন, মঙ্গলবার, সাতক্ষীরায় যুবলীগ নেতা মাহমুদ হাসান বাবু নিহত হন পিকেটারদের লাঠিপেটায়৷ তিনি মটর সাইকেল করে যাওয়ার সময় পিকেটাররা তাঁকে লাঠিপেটা করলে তিনি নিহত হন৷

কুমিল্লার লাকসামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে বাচ্চু মিয়া নামে একজন রিকশা চালক গুলিবিদ্ধ হয়ে নিহত হন৷ এছাড়া, সিরাজগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে লোকমান হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন বলে প্রকাশ৷ জানা গেছে, টিয়ার শেল তাঁর বুকে আঘাত করলে তিনি নিহত হন৷ এদিকে বিকেলে বগুড়ায় বিএনপি এবং পুলিশের মধ্যে সংঘর্ষে অজ্ঞাত পরিচয় আরো একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷

epa03926365 View of the streets in the Dhaka Chittagong highway during the the first day of the 60-hour countrywide shutdown called by the Bangladesh Nationalist Party (BNP) led 18-party alliance in Dhaka, Bangladesh 27 October 2013. The 18-party alliance has enforced the strike demanding a non-partisan government to oversee next year_s general elections. An opposition activist was killed in clashes with police in Nagarkanda, 60 kilometres west of Dhaka, police officer Jamil Hasan said. Police fired teargas and rubber bullets to disperse the mob. EPA/ABIR ABDULLAH +++(c) dpa - Bildfunk+++
ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায় বিরোধী জোটছবি: picture-alliance/dpa

এছাড়া দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং নাশকতার ঘটনা ঘটেছে৷ তবে সবচেয়ে বেশি নাশকতার শিকার হয়েছে রেল যোগাযোগ৷ রেলগাড়িতে আগুন দেয়া ছাড়াও, দেশের বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলার খবর পাওয়া গেছে৷ হামলা করা হয়েছে বিভিন্ন রেল স্টেশনে৷ ময়মনসিংহ, ব্রাহ্মনবাড়িয়া, লালমনিরহাট ও গাজিপুরে এ ধরনের নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ৷ শধু তাই নয়, বগুড়া, ফেনী এবং চুয়াডাঙ্গার উপজেলা নির্বাচন অফিসে আগুন দেয়া হয়েছে বলেও জানা গেছে৷

বিএনপির যুগ্ম সম্পাদক রহুল কবির রিজভী অবরোধ সফল হয়েছে বলে দাবি করেছেন৷ তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনের তফসিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ নয়ত কঠোর আন্দোলনের মাধ্যমে তফসিল প্রত্যাহারে বাধ্য করা হবে বলে জানিয়েছেন তিনি৷ তিনি বলেন, কোনোভাবেই একতরফা নির্বাচন হতে দেয়া হবে না৷ নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে৷

ওদিকে নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্য তোফায়েল আহেমেদ বলেছেন, আন্দোলনের নামে নাশকতা করে নির্বাচন বন্ধ করা যাবে না৷ তিনি বলেন, এখনো সময় আছে৷ তাই চাইলে, বিরোধী দল এখনও নাশকতা ছেড়ে নির্বাচনে অংশ নিতে পারে৷ তবে নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি৷

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে৷ তিনি আবারো সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, রজনৈতিক সমঝোতা হলে নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করা হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য