1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্পর্কের উন্নতির আশায় হু জিনতাওয়ের সঙ্গে গেটসের বৈঠক

১১ জানুয়ারি ২০১১

চীন তার সামরিক শক্তি দিন দিন বাড়াচ্ছে৷ যেটা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র৷ এই প্রেক্ষিতে মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট হু জিনতাও’এর সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস৷

https://p.dw.com/p/zwGr
চীনা প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীছবি: AP

কী কথা

আলোচনা হয়েছে চীন-যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্ক নিয়ে৷ কারণ গত এক বছর ধরে দুদেশের মধ্যে এই সম্পর্ক নেই৷ যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি করায় তার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল চীন৷ আর আগামী সপ্তাহে চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন৷ এর আগে দু'দেশের মধ্যে সম্পর্ক উন্নত করতেই চীন গেছেন গেটস৷ এছাড়া কথা হয়েছে দুই কোরিয়ার মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়েও৷

কেমন হলো

আনুষ্ঠানিকভাবে দু'পক্ষই বলছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দু'দেশের সামরিক সম্পর্কে একটা অগ্রগতি হয়েছে৷ কিন্তু বাস্তবে সেটা কতখানি সত্যি, তা বোঝা না গেলেও, চীনের একটি পদক্ষেপ অন্য কিছুর আভাস দিচ্ছে৷ যেমন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সফরের সময় তারা প্রথমবারের মত একটি ‘স্টিল্থ' ফাইটারের সফল পরীক্ষা চালিয়েছে৷ স্টিল্থ ফাইটার হলো এমন একটি ফাইটার যেটা সহজে রাডারে ধরা পড়েনা৷

তবে চীনা প্রেসিডেন্ট মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন যে, এটা তাঁর সফর উপলক্ষ্যে করা হয় নি৷ বরং তারিখটি আগে থেকেই ঠিক করা ছিল৷

এদিকে গেটস বলছেন, এই ফাইটারের সফল পরীক্ষা যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে সামরিক শক্তির ব্যবধান সেটা কমাতে পারে৷

যুক্তরাষ্ট্র চিন্তিত

সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত হলেও চীনকে জোর দিয়ে কিছু বলার মতো সামর্থ্য যুক্তরাষ্ট্রের এখন নেই৷ চীন এখন অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ৷ তাই তো, যদিও যুক্তরাষ্ট্র জানে যে, চীন উন্নত প্রযুক্তির অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য যুদ্ধাস্ত্র তৈরি করতে যাচ্ছে, তবুও শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারছে না যুক্তরাষ্ট্র৷ এই অস্ত্রগুলো তৈরি করে ফেললে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দাপট কমে যাবে৷

উত্তর কোরিয়া

গেটস বলছেন, আগামী পাঁচ বছরের মধ্যে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় দূর-নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বানাতে পারে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি স্বরূপ৷ বিষয়টি তিনি চীনা প্রেসিডেন্টকেও বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন গেটস৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ