1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সময় বদলে ফেলছে সামোয়া

১০ মে ২০১১

তারিখরেখা পরিবর্তন করবে বলে ঘোষণা করলো প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সামোয়া৷ এই পরিবর্তনের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমে অবস্থান করতে চায়৷

https://p.dw.com/p/11Cz5
ছবি: AP

বিশেষ করে অস্ট্রেলিয়ায় তার প্রধান ব্যবসায়িক সহযোগীদের সময়ের কাছাকাছি নিজেদের সময়কে নিয়ে আসতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি৷ সামোয়ার বর্তমান অবস্থান আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বদিকে৷ দেশটি অবস্থিত প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে৷ এর সময় জিএমটি বা গ্রিনিচ মান সময় থেকে ১১ ঘন্টা পিছনে৷

এবছরের ডিসেম্বর মাসের ২৯ তারিখ থেকে হতে পারে সামোয়ার সময়ের পরিবর্তন৷ আর তারিখ রেখার এই পরিবর্তন করা হলে এটি হবে প্রথম দেশ যেদেশটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সময়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকবে৷

সরকারি সংবাদপত্র সিভালি'কে প্রধানমন্ত্রী টুইলেইপা সাইলেলে মালিয়েলেগাঐ বলেন, সময়ের এই সংস্কার সামোয়ার প্রধান প্রধান ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বাণিজ্যিক লেনদেন আরও সহজতর করবে৷ তিনি বলেন, ‘‘নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে দু'টি করে কর্মদিবস হারাচ্ছি৷ যেমন, যখন এখানে শুক্রবার তখন নিউজিল্যান্ডে শনিবার৷ এবং যখন আমরা রবিবারে গির্জাতে থাকি সেসময় সিডনি এবং ব্রিসবেনে ইতোমধ্যে ব্যবসায়িক কাজকর্ম শুরু হয়ে যায়৷''

সামোয়ার এই মুহূর্তের সময়রেখা অনুযায়ী, দেশটির চেয়ে পূর্ব অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২১ ঘন্টা এবং নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে ২৩ ঘণ্টা৷ ডিসেম্বরের ২৯ তারিখের পর থেকে সামোয়া ওয়েলিংটনের চেয়ে এক ঘন্টা এবং সিডনির চেয়ে ৩ ঘন্টা এগিয়ে থাকবে৷

সামোয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘‘পরিবর্তনের এই সিদ্ধান্তটি প্রায় ১২০ বছর আগে নেয়া সিদ্ধান্তের ঠিক উল্টো৷ সেসময় দেশটিকে আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বদিকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে করে অ্যামেরিকা এবং ইউরোপের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে সুবিধা হয়৷ কেননা, সেসময় সামোয়ার বেশিরভাগ ব্যবসা ছিল ইউরোপ ও অ্যামেরিকার সঙ্গে৷'' তিনি আরও বলেন, ‘‘বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে আমাদের দেশের নাটকীয় পরিবর্তন এসেছে৷ এখন আমরা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, চীন ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার করতে চাই৷''

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে টুইলেইপা ইতোমধ্যে কিছু পরিবর্তন আনা শুরু করেছেন৷ ২০০৯ সালে একটি আইন পাশ করেন যাতে করে গাড়ি চালানোর সময় চালকরা ডানদিকে না বসে বাম দিকে বসতে পারেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক