1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান খালেদা জিয়ার

১৮ ডিসেম্বর ২০১০

চীন সফরের প্রাক্কালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলেছেন, সরকার স্বৈরাচারি কায়দায় দেশ চালাচ্ছে৷ সবক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে৷

https://p.dw.com/p/QfYE
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

সরকারকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় এ সরকারের ক্ষমতা ছেড়ে দেয়ার বিকল্প নেই৷

শনিবার দুপুরে বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে আসা বিএনপি নেতাদের বাধা দেয়ায় সেখানে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে৷ এর প্রতিবাদে খালেদা জিয়া বলেন, দেশ চালাতে ব্যর্থ হয়েই সরকার বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে৷

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের কেউই বিমানবন্দরে ঢোকার অনুমতি পাননি৷ খালেদা জিয়াকে বিদায় জানাতে আগে থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি নেতা-কর্মীরা ভিড় করলে সেখানে তারা পুলিশের চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বেস্টনীর মুখে পড়েন৷ নিরাপত্তা বেস্টনী ভেঙে ভিআইপি লাউঞ্জে ঢুকতে গেলে পুলিশে সঙ্গে প্রথমে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিএনপি নেতারা৷ পরে তা হাতাহাতিতে রূপ নেয়৷ পুলিশ এসময় সাংবাদিকদেরও লাঞ্ছিত করে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা৷

পরে এ ঘটনার নিন্দা জানিয়ে বিমানবন্দরে উপস্থিত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা এর সুষ্ঠু তদন্ত দাবি করেন৷ তিনি বলেন, এই সরকার বিরোধী দলীয় নেত্রীকে সম্মান দেয়না, সেক্ষেত্রে দলের নেতা-কর্মীরা কীভাবে সম্মান পাবেন৷ পাঁচ দিনের সফরে থাই এয়ারওয়েজের একটি বিমানে শনিবার দুপুর ২টায় চীনের উদ্দেশে ঢাকা ছেড়ে যান খালেদা জিয়া৷ তাঁর সফরসঙ্গী হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ ও ব্যক্তিগত ফটোগ্রাফার নূরুদ্দিন আহমেদ৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক