1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারী দফতর থেকে তথ্য মিলছে না, অভিযোগ আসছে তথ্য কমিশনে

১১ মার্চ ২০১১

সাধারণ মানুষ সরকারী দফতর থেকে তথ্য না পেয়ে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য কমিশনে অভিযোগ করছেন৷ কমিশন অনেক অভিযোগ বাছাই করে এপর্যন্ত ২৩টি অভিযোগ গ্রহণ করেছে৷ নিষ্পত্তি করেছে ১৩টির৷

https://p.dw.com/p/10XDv
বাংলাদেশ সচিবালয়ছবি: DW/Harun Ur Rashid Swapan

তথ্য না দেয়ার অভিযোগে কমিশন শ্রম মন্ত্রণালয়কে সমন দিয়েছে৷ ২২শে মার্চ কমিশনে মন্ত্রনালয়ের একজন কর্মকর্তাকে হাজির হয়ে শুনানিতে অংশ নিতে বলা হয়েছে৷

তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম ডয়চে ভেলেকে জানান, মানুষ স্বাস্থ্য, চিকিৎসা, বয়স্ক ভাতাসহ নানা বিষয়ে তথ্য জানতে আগ্রহী হচ্ছে৷ আর এজন্য সাধারণ গ্রামের মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান৷ আবার গবেষণার কাজেও তথ্য চান কেউ কেউ৷

তথ্য অধিকার আইন পাশ হওয়ার পরও অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ এসব তথ্য চেয়েও পাচ্ছেন না৷ কিন্তু ধীরে হলেও সাধারণ মানুষ সচেতন হয়ে উঠছেন৷ যারা তথ্য পাচ্ছেন না, তাদের কেউ কেউ তথ্য কমিশনে প্রতিকার পেতে অভিযোগ করছেন৷ আর তথ্য কমিশন নিষ্পত্তি করছে সেসব অভিযোগের৷ মন্ত্রনালয়ের বিরুদ্ধেও তথ্য না দেয়ার অভিযোগ আছে৷ এজন্য কমিশন ২২শে মার্চ শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাকে তলব করছে৷

অধ্যাপক সাদেক হালিম জানান, তথ্য অধিকার আইন সম্পর্কে অনেকেরই ধারণা এখনো পরিষ্কার নয়৷ ফলে কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে৷ তবে তিনি মনে করেন, মানুষ ধীরে ধীরে সচেতন হয়ে উঠবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন