1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের বিরুদ্ধে অভিযোগ সংসদে উত্থাপনের আহ্বান

১২ জানুয়ারি ২০১১

বর্তমান সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার কোন অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷

https://p.dw.com/p/zwhU
ছবি: AP/DW

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার আগে খালেদাকে আয়নার নিজের মুখ দেখার কথা বলেছেন তিনি৷

মহাজোট সরকারের ২ বছর পুর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যাচার বলে অভিহিত করেন৷ তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করছেন৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিয়েছেন৷ তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী নয়, বিরোধী দলীয় নেত্রীই দেশের মানুষকে বিভ্রান্ত করছেন৷ বিএনপি জামাত জোট সরকারের আমলে গ্রেনেড হামলা, সারাদেশে একযোগে বোমা হামলা, বাংলাভাইসহ জঙ্গীদের উত্থান, কিবরিয়া হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের উপর নির্যাতন মানুষ ভুলে যায়নি৷ খালেদা জিয়ার দুই ছেলে তারেক-কোকোসহ বিএনপির দুর্নীতি আর লুটপাটের কথা সবাই জানে৷ খালেদা জিয়ার উচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসৌজন্যমূলক কথা বলার আগে আয়নার নিজের মুখ দেখা৷

খালেদা জিয়া জ্বালানী, বিদ্যুত, বাজার পরিস্থিতি এবং দুর্নীতি নিয়ে যেসব কথা বলেছেন তা খণ্ডন করে সৈয়দ আশরাফ বলেন, কোন অভিযোগ থাকলে তার উচিত সংসদে গিয়ে তা বলা৷ সংসদে গিয়ে কথা বললে আলোচনার সুযোগ থাকে৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানান৷ তিনি বলেন, দেশে আরেকটি ওয়ান ইলেভেনের মত পরিস্থিতি সৃষ্টি করা থেকে বিএনপির বিরত থাকা উচিত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন