1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার পতনসহ দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেবে বিএনপি

৩০ মে ২০১১

সরকারের পতন এবং মধ্যবর্তী নির্বাচন আদায়ের জন্য হরতাল অবরোধের মত কঠোর আন্দোলন কর্মসূচি দেবে বিরোধী দল বিএনপি৷ বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ১৪ দিন বিদেশ সফরের পর রোববার দেশে ফিরলে দলের শীর্ষ নেতারা একথা জানান৷

https://p.dw.com/p/11QNt
BNP headquarters at Naya Paltan in Dhaka. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed this photo for Deutsche Welle. As he mentioned, ‘’these photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
বিএনপি কার্যালয়ছবি: Mustafiz Mamun

খালেদা জিয়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরে যান গত ১৪ই মে৷ গতকাল বিকেলে তিনি দেশে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে সম্বর্ধনা দেয় দলের নেতা-কর্মীরা৷

সন্ধ্যায় দলের সিনিয়র নেতারা বলেন, খালেদা জিয়ার এই সফর ফলপ্রসূ হয়েছে৷ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া ওই দুটি দেশের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন৷ তাঁরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন৷

স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, তারা এখন কঠোর কর্মসূচি দেবেন৷ এর উদ্দেশ্য হবে মধ্যবর্তী নির্বাচন আদায় এবং সরকারের পতন ঘটানো৷

স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের নীতি নির্ধারকরা আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করবেন৷ এর মধ্যে হরতাল অবরোধের মত কঠোর কর্মসূচিও থাকবে৷

খালেদা জিয়া যুক্তরাজ্য সফরের সময় তাঁর পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করেন৷ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা উপেদষ্টা এবং বাংলাদেশ ককাসের কো চেয়ারম্যান জোসেফ ক্রাউলির সঙ্গে বৈঠক করেন৷ মত বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই