1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাঁই বাবা সুস্থ হয়ে উঠবেন, চিকিৎসকদের আশাবাদ

৮ এপ্রিল ২০১১

ভারতের আধ্যাত্মিক নেতা এবং দেশটির সবচেয়ে প্রখ্যাত গুরু হিসেবে পরিচিত সত্য সাঁই বাবার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন৷

https://p.dw.com/p/10piz
সত্য সাঁই বাবার সঙ্গে ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবুল কালামছবি: AP

জটাধারী এই আধ্যাত্মিক নেতার বয়স ৮৫ বছর৷ হৃদযন্ত্র, ফুসফুস এবং কিডনিসহ একাধিক সমস্যার কারণে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে৷ সাঁই বাবার নিজের শহর পুট্টাপার্থির হায়ার মেডিক্যাল সায়েন্সের শ্রী সত্য সাঁই ইন্সটিটিউট-এর চিকিৎসক এ এন সাফায়া বলেছেন, ‘‘তাঁকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সে ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া প্রদর্শন করেছেন সাঁই বাবা৷'' তিনি বলেন,‘‘তাঁর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে৷ এখনও তিনি ভেন্টিলেটরে রয়েছেন এবং তাঁর ধীর ডায়ালিসিস চলছে৷ তবে তাঁর চিকিৎসায় গঠিত চিকিৎসকদের প্যানেল তাঁর সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী৷''

সত্য সাঁই বাবার সমর্থকরা তাঁকে বহু আধ্যাত্মিক শক্তির আঁধার বলে বিশ্বাস করেন৷ ভেলকিবাজির মাধ্যমে বাতাসে কোন কিছু বিলিন করে দেওয়া থেকে শুরু করে, মানসপটে কোন স্মৃতি ফিরিয়ে আনা এবং দুরারোগ্য ব্যাধি নিরাময় পর্যন্ত করতে পারেন বলে তাঁর ভক্তরা বিশ্বাস করেন৷

সত্য সাঁই বাবার ভক্তদের মধ্যে সাবেক কয়েকজন প্রধানমন্ত্রী এবং প্রেডিডেন্টসহ, শীর্ষ ব্যবসায়ী, এমন কী ভারতের ক্রিকেট সুপারস্টার শচিন তেন্ডুলকরও রয়েছেন৷ বিশ্বের শতাধিক দেশে কোটি কোটি সমর্থক রয়েছে তাঁর৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সাগর সরওয়ার