1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংসদ হিসেবে পদত্যাগ করলে উপনির্বাচন: সুরঞ্জিত সেনগুপ্ত

২৬ নভেম্বর ২০১০

এই সংসদে বিএনপি আর যাবেনা বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি৷ তিনি বলছেন আইএসপিআর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়৷ তাহলে বিএনপির সংসদ সদস্যরা সংসদে যায় কীভাবে!

https://p.dw.com/p/QIiQ
শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হয়ছবি: picture-alliance/ dpa

সংসদ থেকে পদত্যাগের প্রশ্নে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, এই পথ বর্তমান প্রধানমন্ত্রীই দেখিয়েছেন৷ একদলীয় সংসদ কখনোই ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনা৷

জবাবে আওয়ামী লীগ নেতা ও আইন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, পদত্যাগ করা সাংবিধানিক অধিকার৷ তবে পদত্যাগের হুমকি দেয়া আর পদত্যাগ করা এক জিনিস নয়৷ বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে৷

তিনি বিএনপির ডাকা ৩০শে নভেম্বরের হরতালকে রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেন৷ তাঁর মতে, খালেদা জিয়ার বাড়ির বিষয়টি এখনো বিচারাধীন নয়৷ কারণ লিভ টু আপীল শুনানির জন্য গ্রহণ করা হবে কিনা, তার শুনানি হবে ২৯শে নভেম্বর৷ তাই বিএনপির এই হরতাল সুপ্রিম কোর্টের বিরুদ্ধে৷ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে হরতাল মানে রাষ্ট্রের বিরুদ্ধে হরতাল৷ সরকারের বিরুদ্ধে হরতাল করা যায়, রাষ্ট্রের বিরুদ্ধে নয়৷ রাষ্ট্রের বিরুদ্ধে হরতাল জনগণই প্রতিরোধ ও প্রতিহত করে বলে মন্তব্য সু্রঞ্জিতের৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য