1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে নতুন ‘‘ট্রেড জোন’’

৩০ সেপ্টেম্বর ২০১৩

সাংহাইয়ে রবিবার নতুন মুক্ত বাণিজ্য এলাকা চালু করেছে চীন৷ অনেকে এটাকে সেদেশের নীতিগত অবস্থানে পরিবর্তনের বার্তা মনে করছেন৷ কারণ এবার, এই এলাকায় বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন নিয়মনীতি শিথিল করা হয়েছে৷

https://p.dw.com/p/19rFY
ছবি: Reuters

সাংহাইয়ের পূর্বাঞ্চলে ২৯ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তৈরি করা হয়েছে মুক্ত বাণিজ্য এলাকা৷ গত জুলাইয়ে চীনের ক্যাবিনেট এটি অনুমোদন দেয়৷ সেদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বাণিজ্যমন্ত্রী গাও হুচেং-এর বরাত দিয়ে জানিয়েছে, চীনের নতুন সংস্কার উদ্যোগ এবং উদারনীতির বিকাশে মুক্ত বাণিজ্য এলাকা তৈরির এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷

সাংহাই এফটিজেড খ্যাত মুক্ত বাণিজ্য এলাকায় কিছু চীনা এবং বিদেশি প্রতিষ্ঠান ইতোমধ্যে অফিস খুলেছে৷ এখন অবধি বিভিন্ন সেক্টরের ২৫টি কোম্পানি সেখানে কার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে৷ এগারোটি আর্থিক প্রতিষ্ঠান – যেগুলোর অধিকাংশই চীনা ব্যাংক – রয়েছে সেখানে৷ তবে সিটি ব্যাংক এবং ডিবিএস এর চীনা অংশও সাংহাই এফটিজেডে কার্যক্রম শুরু করেছে৷

মুক্ত বাণিজ্য এলাকার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট রাল্ফ হাউপ্টার৷ তিনি এই জোনের সম্ভাব্যতা নিয়ে আশাবাদী৷ হাউপ্টার বলেন, ‘‘মুক্ত বাণিজ্য জোনে কি ধরনের ব্যবসা সম্ভব হবে কিংবা তার পরিধি কতটা হবে তা এখনই ধারণা করা কঠিন৷ তবে ব্যবসা ক্রমশ বাড়ছে এবং বিনোদন খাত মাইক্রোসফটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷''

এদিকে, চীনে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এক সপ্তাহব্যাপী ‘‘গোল্ডেন উইক হলিডে৷'' ফলে ১ থেকে ৭ অক্টোবর অবধি চীনে সকল ধরনের ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ থাকবে৷

এআই/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য