1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাজিমাত মাচ্চিনোর

২২ জুন ২০১০

সাংহাই চলচ্চিত্র উৎসবে জয়ের পতাকা এবার উড়িয়েছেন ইতালির গাব্রিয়েল মাচ্চিনো৷ সেরা ছবি হয়েছে তাঁর ‘কিস মি এগেইন’৷ সেইসঙ্গে সেরা কাহিনী আর সেরা অভিনত্রীর পুরস্কারও গেছে একই ঘরে৷

https://p.dw.com/p/Nzc5
ফাইল ছবিছবি: picture-alliance/ dpa

মাচ্চিনো বেশ কিছুদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছিলেন হলিউডে৷ নয় বছর আগের নিজের একটি হিট ছবির সিকু্য়েল দিয়েই আবার ঘরে ফেরা৷ সে ছবিটি হলো ‘ওয়ান লাস্ট কিস'৷ একই গল্পের ধারাবাহিকতায় এবার বানালেন ‘কিস মি এগেইন'৷

ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভিত্তোরিয়া পাচ্চুনি৷ তবে সেরা ছবি ও সেরা কাহিনীর পুরস্কার জিতলেও একটি খেদ থেকে যেতে পারে মাচ্চিনোর, তা হলো সেরা নির্মাতার পুরস্কার না জেতা৷ চীনের পরিচালক লিউ জি তাঁর ‘ডিপ ইন দ্য ক্লাউডস'র জন্য সে পুরস্কারটি ঘরে তুলেছেন৷ সেরা সংগীতের জন্য পুরস্কারটিও অর্জন করেছে চীনা চলচ্চিত্রটি৷

এবারের উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কারটি জিতেছে আয়ারল্যান্ডের ক্রিস্টোফার ডয়েলের ছবি ‘অনডিন'৷ আর সেরা অভিনেতা হয়েছেন ক্রিস্টিয়ান উলমেন৷ জার্মানি ও ইতালির যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ওয়েডিং ফিভার ইন কাম্পেবেলো'তে অভিনয় করেন তিনি৷

গত ১২ জুন এ চলচ্চিত্র উৎসব শুরু হয়ে তা চলে গত রোববার পর্যন্ত৷ সাংহাইয়ে এবার ছিলো উৎসবের ত্রয়োদশ আয়োজন৷ এবারের উৎসবে দেখানো হয় বিভিন্ন দেশের প্রায় ৩০০টি ছবি৷

সাংহাইয়ের এ উৎসব চীনের নাগরিকদের জন্যও বেশ আনন্দ নিয়ে আসে৷ কেননা সরকারি বিধি-নিষেধের জালে বিদেশি ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শন প্রায় বন্ধই বলা হলে৷ সাংহাই উৎসবের বদৌলতেই রুদ্ধ দ্বার একটুর জন্য হলেও তো খোলে৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক