1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইবেরিয়ার নারী ‘এক্স-ওম্যান’এর রহস্য

২৫ মার্চ ২০১০

বয়স বেশী নয় – বড়জোর আটচল্লিশ হাজার৷ ‘এক্স-ওম্যান' নামক নারীর শরীরের একটা আঙুলের জীবাশ্ম গোটা বিজ্ঞানী মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে৷ জানা যাচ্ছে মানুষের পূর্বপুরুষ সম্পর্কে নানা তথ্য৷

https://p.dw.com/p/Mblm
জার্মানির নেয়ানডারটাল এলাকার প্রাচীন মানবী সম্ভবত এমন দেখতে ছিলছবি: picture alliance / dpa

মানবজাতির উৎপত্তি ও প্রাচীন যুগে তাদের গতিবিধি সম্পর্কে অনেক তত্ত্ব রয়েছে৷ এপর্যন্ত জীবিত ও মৃত মানুষের শরীরে পরীক্ষা চালিয়ে তাদের মৌলিক আত্মীয়তার সূত্র সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে৷ কিন্তু সাইবেরিয়ার দক্ষিণে মানুষের আঙুলের হাড়ের যে জীবাশ্ম পাওয়া গেছে, তা এতদিনের সব হিসেব ওলট-পালট করে দিতে পারে৷ ৪৮,০০০ থেকে ৩০,০০০ বছর আগে ঐ মানুষ সাইবেরিয়ার দক্ষিণে আলটাই পর্বতশ্রেণীর ডেনিসোভা গুহার মধ্যে বসবাস করত৷ ২০০৮ সালে এই জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল৷

Neandertaler
সাইবেরিয়ায় এই আবিষ্কার প্রাচীন মানবের গতিবিধির উপর নতুন আলোকপাত করতে পারেছবি: picture alliance / dpa

মাত্র ৩০ মিলিগ্রাম হাড়ের গুঁড়ো নিয়ে গবেষণা শুরু করেছিলেন জার্মানির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান মাক্স-প্লাঙ্ক ইন্সটিটিউটের বিজ্ঞানী ইয়োহানেস ক্রাউসে৷ সেই উপাদান থেকে ডিএনএ বিশ্লেষণ করে তাঁর চক্ষু চড়কগাছ৷ আজ পর্যন্ত কোন মানুষ বা তার পূর্বপুরুষের শরীরে এমন জিনগত বৈশিষ্ট্য পাওয়া যায় নি৷ এই মানব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে সচেতনভাবে শুধু মাইটোকন্ড্রিয়া থেকে এই ডিএনএ বের করে আনা হয়েছিল, কারণ একমাত্র মা থেকে সন্তানের শরীরেই উত্তরাধিকার সূত্রে মাইটোকন্ড্রিয়া সঞ্চারিত হয়৷ মানুষের শরীরে প্রায়ই ব্যাকটেরিয়া বা অন্য কোন জীবের ডিএনএ থাকে, তা যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, তাই এমনটা করা জরুরি ছিল৷

আফ্রিকা থেকে প্রাচীন মানব কীভাবে বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়েছিল, এই আবিষ্কারের ফলে হয়তো সেবিষয়ে আরও কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে৷ প্রায় ১৯ লক্ষ বছর আগে প্রথম দল আফ্রিকা ত্যাগ করেছিল বলে জানা যায়৷ তারপর ৫ থেকে ৩ লক্ষ বছর আগে কমপক্ষে আরও দু'টি দল আফ্রিকা থেকে অন্যত্র পাড়ি দেয়, যারা জার্মানির নেয়ানডারটাল এলাকার প্রাচীন মানুষের পূর্বপুরুষ ছিল৷ তারপর ৫০,০০০ বছর আগে আধুনিক মানুষের পূর্বপুরুষরা আফ্রিকা ত্যাগ করে৷ সাইবেরিয়ার ঐ রহস্যময় মানুষের পূর্বপুরুষদের সঙ্গে নেয়ানডারটাল এবং আধুনিক মানুষের পূর্বপুরুষদের আত্মীয়তা ছিল বটে, কিন্তু তারপর এদের বিবর্তন ঘটেছিল বিচ্ছিন্নভাবে৷ সাধারণ এই পূর্বপুরুষ সম্ভবত ১০ লক্ষ বছর আগে পৃথিবীর বুকে বসবাস করত৷

নতুন এই আবিষ্কারের বিস্ময় সামলে উঠে বিজ্ঞানীদের আরও অনুসন্ধানের কাজ শুরু করতে হবে৷ সাইবেরিয়ায় ঐ এলাকায় আরও খননের কাজ চালিয়ে আরও জীবাশ্ম খোঁজার পরিকল্পনা রয়েছে৷ যে জীবাশ্ম হাতে রয়েছে, তার পুরোপুরি বিশ্লেষণ শেষ করতে আরও ধৈর্য ধরতে হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: রিয়াজুল ইসলাম