1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকা’র সদস্যপদ বিষয়ে সিদ্ধান্ত বাজেট অধিবেশনে

২২ মে ২০১১

সংসদের বাজেট অধিবেশন, অশান্ত পার্বত্য চট্টগ্রাম ও বিএনপি’র সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা - এসবই রবিবারের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/11L83
Bangladesh Nationalist Party (BNP) leader Salah Uddin Kader chowdhury Date and Place: 26th November 2010, Dhaka, Bangladesh Copyright as it is described in the mail of our correspondent Haurn Ur Rashid Photo@ Harun Ur Rashid Swapan and DW is permited to use
ছবি: Harun Ur Rashid Swapan

বাজেট অধিবেশন

নানান কারণে এই অধিবেশন বেশ গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে৷ এর একটা হলো বাজেট আর অন্যটা সংবিধান সংশোধন৷ এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরী টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকার তার সদস্যপদ থাকবে কিনা সে ব্যাপারেও এই অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হবে৷ সমকাল এই খবর দিয়েছে৷ এদিকে বিএনপির সংসদে যোগ দেয়ার দাবি হিসেবে দলটির একেক নেতা একেক কথা বলেছেন৷ যেমন ভারপ্রাপ্ত মহাসচিব মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছেন আর মওদুদ বলছেন খালেদার বিরুদ্ধে থাকা মামলাগুলো তুলে নেয়ার কথা৷ তাহলেই নাকি বিএনপি সংসদে যাবে৷

পাহাড়ে আবার অশান্তি

বিডিনিউজের প্রতিবেদন অনুযায়ী, সন্তু লারমার জনসংহতি সমিতি এক যুগ আগে সরকারের সঙ্গে শান্তিচুক্তি করার পর কিছু লোক এর বিরোধীতা করে৷ তারাই পরে ইউপিডিএফ নামে একটি দল গড়ে তোলে৷ এরপর থেকে দুই দলের মধ্যে মাঝে মাঝেই সংঘাতের খবর পাওয়া যায়৷ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রথম আলো বলছে গত এক যুগে দুই দলের সাতশো'রও বেশি নেতা-কর্মী খুন হয়েছে৷ আর আহত হয়েছে কমপক্ষে পাঁচ শতাধিক৷ অপহৃত হয়েছে আরও প্রায় দেড় হাজার৷ তবে আসল সংখ্যা এর চেয়েও বেশি বলে জানিয়েছে প্রথম আলো৷ এদিকে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে সরকার খুব উদ্বিগ্ন৷ এ ধরনের একটি খবর দিয়েছে সমকাল৷ তাদের ভাষ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করছে সরকার৷ আর এই ষড়যন্ত্র মোকাবেলায় সরকার কৌশল নির্ধারণে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বলেও জানাচ্ছে পত্রিকাটি৷

বিএনপির আন্দোলন

কালের কন্ঠের আজকের প্রধান প্রতিবেদন এ বিষয়ে৷ যার শিরোনাম ‘অগোছালো আন্দোলন'৷ বোঝাই যাচ্ছে কী বলা হয়েছে প্রতিবেদনে৷ নানা কারণে চার দলীয় জোটের শরিকদের সঙ্গে বিএনপির সম্পর্ক এখন শীতল৷ তাই আন্দোলনে শরিকরা থাকবে কি না সেটা নিশ্চিত নয়৷ তবে খালেদা দেশে ফেরার পরই সব সিদ্ধান্ত হবে বলে জানা গেছে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম