1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সুরঞ্জিতের

১৯ অক্টোবর ২০১০

খালেদা জিয়ার বাড়ি নিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করছেন সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷ তিনি বলেছেন সাকা চৌধুরী আদালত অবমাননাও করেছেন৷

https://p.dw.com/p/PhEF
খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে অচলাবস্থা কাটছে নাছবি: Mustafiz Mamun

সাকা চৌধুরী একদিন আগে বলেছেন, ‘‘সাবেক সেনা প্রধানের বিধবা পত্নী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ভিতরের বাড়িতে থাকতে দেয়া হবে কিনা তা সেনাবাহিনীর নিজস্ব ব্যাপার৷ এব্যাপারে সরকারের কিছু বলার নেই''৷

সাকা চৌধুরীর এই বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও আইন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷ তিনি বলেছেন সেনাবাহিনীর বিষয় হলে রাষ্ট্রের অন্য কোন বিভাগ কথা বলতে পারবেনা সাকা চৌধুরীর এই বক্তব্য একটি বাহিনীর জন্য উস্কানিমূলক – যা রাষ্ট্রদ্রোহিতা ৷

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে সেনাবাহিনীর ভূমি অধিদফতর৷ আর খালেদা জিয়া নিজেই আদালতে গিয়েছেন৷ তাই আদালতের রায় তার মেনে নেয়া উচিত৷ দেশের সর্বোচ্চ আদালতের রায় নিয়ে মন্তব্য করে সাকা চৌধুরী আদালত অবমাননাও করছেন বলে তার অভিমত৷

সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, রাজনীতিকদের লাগামছাড়া বক্তব্য সুস্থ রাজনৈতিক চর্চা এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর৷ সালাউদ্দিন কাদের চৌধুরীর উচিত ভেবে চিন্তে কথা বলা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন