1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগরতলে ফুটো হওয়া পাইপে নতুন ক্যাপ পরিয়েছে বিপি

৪ জুন ২০১০

মেক্সিকো উপসাগরের তলায় ফুটো হওয়া পাইপের তেল নিঃসরণ বন্ধে বৃহস্পতিবার রাতে আবারও চেষ্টা করে ব্রিটিশ পেট্রোলিয়াম৷ চেষ্টা করা হয় ক্যাপ পরানোর৷ শেষ পর্যন্ত পরানোও হয় ক্যাপ৷

https://p.dw.com/p/NiIp
সাগরতলে নতুন ক্যাপ পরিয়েছে বিপিছবি: AP

তবে ফুটো হওয়া পাইপে ক্যাপ পরানোর এই উদ্যোগ কতোটা সফল হয়েছে তা জানতে হলে অপেক্ষা করতে হবে ১২ থেকে ২৪ ঘণ্টা৷ এই কথাই জানিয়েছেন, ব্রিটিশ পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী টোনি হেওয়ার্ড৷ টেক্সাসের হিউস্টন এ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ তিনি বলেন, ''বিপি অনেক দিন ধরে কাজ করছে৷ তবে আমরা স্বীকার করছি, এই ব্যাপারটি নিয়ে কাজ মাত্র শুরু করা হয়েছে৷''

গত ছয় সপ্তাহ ধরে প্রতিদিন সাগরের পানিতে মিশে যাচ্ছে লাখ লাখ ব্যারেল তেল৷ এর আগে ফুটো বন্ধ করার চেষ্টা ব্যর্থ হয়৷ এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, শুধু সাগরের পানিতে তেল পরিষ্কারের খরচ বাবদ ব্রিটিশ পেট্রোলিয়ামের কাছে ৬৯ মিলিয়ন ডলারের একটি বিল ইতোমধ্যেই পাঠানো হয়েছে৷ মুখপাত্র বলেছেন, ব্রিটিশ পেট্রোলিয়ামের নামে অনেকগুলো বিল জমা হয়েছে তার মধ্যে মাত্র একটি পাঠানো হয়েছে৷

Flash-Galerie USA Ölpest Golf von Mexiko Küste
পাইপ থেকে লাখ লাখ ব্যারেল তেল নিঃসরণের ফলে ক্ষতি হচ্ছে পরিবেশেরছবি: AP

এদিকে বিপির একজন মুখপাত্র বলেছেন, কোম্পানির প্রধান নির্বাহী হেওয়ার্ড শুক্রবার বিকেলে বিনিয়োগকারীদের সঙ্গে টেলিফোন সম্মেলন করবেন৷ তাদেরকে ব্রিটিশ পেট্রোলিয়ামের অর্থনৈতিক শর্তগুলো মনে করিয়ে দেয়াই এর লক্ষ্য৷ চলতি সপ্তাহের প্রথম দিকে শেয়ার বাজারে ব্রিটিশ পেট্রোলিয়ামের দরপতন ঘটে মারাত্মকভাবে৷ শতকরা ১৫ ভাগেরও বেশি নীচে নেমে আসে শেয়ারের দাম৷

ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপসাগরে তেল নিঃসরণ ঘটনার দিকে নজর রাখার জন্যে তাঁর নির্ধারিত অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া সফর বাতিল করেছেন৷ শুক্রবার সকালেই হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এই খবর জানান৷ তিনি বলেন, নির্ধারিত এশিয়া সফর বাতিল করতে হওয়ায় প্রেসিডেন্ট ওবামা দুঃখ প্রকাশ করেছেন৷ চলতি মাসের শেষে এই সফর অনুষ্ঠিত হবার কথা ছিল৷

ওবামা, বৃহস্পতিবার এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ''পুরো পরিস্থিতি নিয়ে আমি ক্ষুব্ধ৷ আমি দেখছি, কোম্পানি থেকে যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে না৷'' মার্কিন প্রেসিডেন্টের শুক্রবার আবার লুইজিয়ানায় যাবার কথা রয়েছে৷

প্রতিবেদন : ফাহমিদা সুলতানা

সম্পাদনা : আবদুস সাত্তার