1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাত উইকেটে হারল বাংলাদেশ, আজ আবারও মুখোমুখি আয়ারল্যান্ডের

১৬ জুলাই ২০১০

টেস্ট খেলুড়ে বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি বিজয়ের স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড৷ বৃহস্পতিবার বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েই অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের দলে এমন উদ্দীপনা৷

https://p.dw.com/p/OMpU
Bangladesh, batsman, Zunaed, Siddique, One Day International, cricket, বাংলাদেশ, ক্রিকেট, জুনায়েদ সিদ্দিকী
বাংলাদেশি ক্রিকেট তারকা জুনায়েদ সিদ্দিকী (ফাইল ছবি)ছবি: AP

বেলফাস্টের মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড৷ পোর্টারফিল্ডের শতক আর পল স্টার্লিং এর অর্ধশতকই এগিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে৷ ২৫ বছর বয়সি পোর্টারফিল্ড ১১৬ বলেই পান ১০৮ রান৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর পঞ্চম শতক৷ মাশরাফি বিন মর্তুজার হাতে ধরা পড়ার পূর্বেই সাতটি চার এবং তিনটি ছয় হাঁকিয়েছেন৷ আর স্টার্লিং ৫৭ বলে করেন ৫২ রান৷ ছিল সাতটি চার৷ অপরাজিত অ্যালেক্স কুসাক ৭৭ বলে পান ৪৫ রান৷ আরেক অপরাজিত কেভিন ও'ব্রায়ানের রান ৮৷ মাত্র তিনটি উইকেট হারিয়েই ২৩৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড৷ উইকেট তিনটি পান সাকিব আল হাসান, সৈয়দ রাসেল এবং আব্দুর রাজ্জাক৷

বৃহস্পতিবার শুরুতেই ব্যাট করে বাংলাদেশ৷ নয় উইকেটে রান ছিল ২৩৪৷ সর্বোচ্চ রান জুনায়েদ সিদ্দিকীর৷ একদিনের ক্রিকেট জীবনে প্রথম শতকের দেখা পান জুনায়েদ৷ ১২৩ বল খেলে ঠিক ১০০ রান তোলেন তিনি৷ আর শতক পূরণ করেই ডকরেলের হাতে ধরা পড়ে যান৷ এর মধ্যেই পেয়েছিলেন নয়টি চারের দেখা৷ বৃহস্পতিবার আরেকটি রাউন্ড ফিগার আসে বাংলাদেশ দল থেকে৷ তা হলো সাকিব আল হাসানের অর্ধশতক৷ ঠিক ৫০ রান করেই উইলসনের হাতে ধরা পড়েন সাকিব৷ এর মধ্যেই তিনি খেলেছিলেন ৭৮ বল৷ পান তিনটি চার৷ আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আবারও জয়ের স্বপ্ন আয়ারল্যান্ডের৷

এদিকে, লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ৪৪০ রানের লক্ষ্য পাকিস্তানের সামনে৷ ম্যাচের তৃতীয় দিন বৃহস্পতিবার অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে ৩৩৪৷ ফলে এগিয়ে যায় ৪৩৯ রানে৷ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ছিল ২৫৩ রানের৷ জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে করে ১৪৮ রান৷ তাই পাকিস্তানের বিরুদ্ধে টানা ১৩তম জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়