1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাদ্দামের কারণে আজ সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার

৬ ফেব্রুয়ারি ২০১১

ভাবছেন এখানে সাদ্দাম হোসেন আসলো কিভাবে? না, এই সাদ্দাম ইরাকের সেই প্রেসিডেন্ট সাদ্দাম নয়, মাগুরা জেলার এক ক্রীড়া সংগঠক, যার হাত ধরে পেশাদার ক্রিকেটে সাকিব আল হাসানের আগমন৷ নয়তো আজ পেশাদার ফুটবলার হতেন তিনি৷

https://p.dw.com/p/10BYN
ফাইল ছবিছবি: AP

রাজধানী ঢাকা থেকে বেশ খানিকটা দূরের জেলা শহর মাগুরাতে সাকিবের পরিবারের বসবাস৷ স্থানীয় ফুটবল ক্লাবে সাকিবের বাবা খেলতেন, সেই সুবাদে ফুটবল পায়ে নিয়েই সাকিবের ছোট বেলায় ছুটাছুটি৷ হয়তো বাবার মত ফুটবলারই হতে চেয়েছিলেন তিনি৷ তবে ক্রিকেটের জোয়ারের কারণে মাঝে মধ্যে যে ক্রিকেট খেলতেন না তা নয়৷ তবে সেটা পাড়ার ছেলেদের সঙ্গে টেপ টেনিস বল দিয়ে খেলা পর্যন্ত৷ এরই মধ্যে সাদ্দাম হোসেন নামে স্থানীয় এক ক্রীড়া সংগঠকের নজরে পড়েন তিনি৷ পাড়ার মাঠে অনেক ছেলের মধ্যে কি করে যেন তিনি এই ছেলেটির মধ্যে প্রতিভা খুঁজে পান৷ তাই সাকিবকে এসে ধরেন ক্রিকেট খেলার জন্য৷ তার অনুরোধেই স্থানীয় লিগে খেলতে রাজি হন সাকিব৷ আর জীবনের প্রথম ম্যাচের প্রথম বলেই উইকেট৷ সেই থেকে শুরু, আজ তিনি বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক৷ নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ক্রিকেটে দেশের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন তিনি৷

Kricket Shakib Al Hasan
বলের পাশাপাশি ব্যাট হাতেও নির্ভরযোগ্য সাকিবছবি: AP

শুধু দেশের নেতৃত্বই নয়, বর্তমান ওয়ানডে ক্রিকেটেও সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন এই ২৪ বছর বয়সি খেলোয়াড়৷ জ্যাক ক্যালিস, শেন ওয়াটসনের মত বাঘা বাঘা অলরাউন্ডারকে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে সাকিব আল হাসানের নাম৷ বিগত ২০০৬ সালে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১০২টি ওয়ানডে খেলেছেন, আর ম্যাচপ্রতি ৩৪ গড়ে সংগ্রহ করেছেন ২,৮৩৪ রান৷ অন্যদিকে উইকেট শিকারের সংখ্যা ১২৯টি৷

অত্যন্ত স্থিরচিত্ত খেলোয়াড় হিসেবে পরিচিত এই বামহাতি ব্যাটসম্যান এবং বোলার৷ ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, পড়াশোনা কিংবা খেলা যেটাতেই কেউ আমাকে যখন ছাড়িয়ে যায় তখন আমি নিজেকে বলি সে যদি পারে তাহলে আমিও পারবো৷ যদি আমার দলের কেউ ম্যাচ সেরার পুরস্কার পায় তখন আমিও নিজেকে সম্মানিত মনে করি৷ পাশাপাশি নিজেকে বলি সে যদি পারে তাহলে আমি নই কেন? সাকিব ব্যাটিং নাকি বোলিং অলরাউন্ডার এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং বরাবরই সেই বিতর্কের জবাব এড়িয়ে গিয়েছেন তিনি৷ এবারও তাঁর জবাব, আমি একজন ক্রিকেটার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী