1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাধারণ নাগরিক থেকে সুইডিশ প্রিন্স

২০ জুন ২০১০

অনেকটা যেন রূপকথার মত, অবশেষে ফিটনেস ট্রেইনারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন সুইডেনের ভবিষ্যত রাণী ভিক্টোরিয়া৷ এক রাজকীয় অনুষ্ঠানে ও হাজার হাজার জনতার উচ্ছসিত শুভকামনার মধ্য দিয়ে তিনি বিয়ে করলেন ড্যানিয়েল ওয়েস্টলিংকে৷

https://p.dw.com/p/Ny17
প্রিন্সেস ভিক্টোরিয়া ও প্রিন্স ড্যানিয়েলছবি: dpa

বাবা কিং কার্ল গুস্তাফের পর ৩২ বছর বয়স্ক প্রিন্সেস ভিক্টোরিয়াই হতে যাচ্ছেন সুইডিশ রাজপরিবারের কর্ণধার, একই সঙ্গে তাঁর নিজ দেশের রাষ্ট্রপ্রধানও৷ ঠিক ৩৪ বছর আগে বাবা কিং গুস্তাফ ও মা কুইন সিলভিয়া যে দিনটিতে চির বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, নিজের জীবনসঙ্গী ওয়েস্টলিং এর সঙ্গেও সেই দিনটিতে চির বন্ধনে আবদ্ধ হলেন ভিক্টেরিয়া৷ শনিবার কয়েকশ রাজকীয় অতিথি ও হাজার হাজার জনতার অংশগ্রহণে তারা বিয়ে করেন আর্চবিশপ আন্ডের্স ওয়েরিডের সামনে৷ এরপর চার্চ থেকে বেরিয়ে দুইজন ছাদখোলা গাড়িতে করে জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন৷ ঠিক যেমনটিভাবে একই গাড়িটিতে করে ৩৪ বছর আগে বর্তমান রাজা রাণী বিয়ের পর শুভেচ্ছা বিনিময় করেছিলেন৷

স্বামী ড্যানিয়েল ওয়েস্টলিং এখন প্রিন্স ড্যানিয়েল৷ ২০০২ সালে দুজনের প্রথম দেখা হয়৷ সেই সময় সুইডেনের ওকেলবো এলাকায় বেড়ে ওঠা সাধারণ এক নাগরিক ছিলেন ড্যানিয়েল৷ প্রিন্স ভিক্টোরিয়ার ফিটনেস ট্রেইনার হিসেবে তাঁর কাছে আসার সুযোগ পান তিনি৷ এরপর চেনাজানা পর্ব পার হয়ে একসময় শুরু হয় দুইজনের প্রেম৷ গত বছরের ফেব্রুয়ারিতে দুজন দুজনাকে বিয়ের আংটি পরিয়ে প্রাথমিক কাজটাও সেরে ফেলেন৷ এরপর বাকি ছিল আনুষ্ঠানিকতা, এবং শনিবার রাজকীয়ভাবে সেটি সম্পন্ন করলেন তাঁরা৷ সাধারণ এক নাগরিক থেকে রাজকীয় পরিবারের সদস্য হয়ে ওঠা ৩৬ বছরের প্রিন্স ড্যানিয়েল এখন ডিউক অফ ফাস্টারগোটলান্ড এবং একজন নাইটও বটে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক