1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবধান! চুরি হচ্ছে শিশু

৩১ জানুয়ারি ২০১১

মিশরের অশান্ত পরিস্থিতির খবর জায়গা পেয়েছে বাংলাদেশের গণমাধ্যমে৷ এদিকে, নানা চেষ্টা সত্ত্বেও রোখা যাচ্ছে না যৌন হয়রানি৷ রয়েছে শিশুচুরির খবর৷ আর জাহান মণি উদ্ধারে ধীরগতি নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/107b1
শিশুচোর ঠেকাতে পাহারার উদ্যোগ (ফাইল ফটো)ছবি: AP

‘জনতার দখলে কায়রো'

অধিকাংশ দৈনিকের মূল শিরোনাম কায়রো৷ দৈনিক সমকাল লিখেছে, ‘জনতার দখলে কায়রো'৷ মিশরের রাজধানী কায়রো এখন বিক্ষোভকারীদের দখলে৷ রাস্তায় রাস্তায় ভাংচুর, আগুন আর লুটপাটের চিহ্ন৷ সেদেশের ‘‘স্বৈরশাসক'' হোসনি মোবারকের পদত্যাগ চায় জনগণ৷ বিক্ষোভ চলাকালে রাস্তায় সেনা উপস্থিতি থাকলেও তারা এখনো তেমন সক্রিয় হয়নি৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘জনতার নিয়ন্ত্রণে কায়রো'৷

বখাটেদের যৌন হয়রানি

যৌন হয়রানির বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা গড়ে উঠলেও এই অপরাধ কমছে না৷ এমনকি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারির মধ্যেও অব্যাহত আছে বখাটেদের উৎপাত৷ এই বিষয়ে দৈনিক কালেরকণ্ঠের শিরোনাম, ‘সীমাছাড়া বখাটেপনা'৷ রবিবার কিশোরগঞ্জে এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে একটি স্কুলের প্রধান শিক্ষক৷ ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে৷ বগুড়ায় এসএসসি পরিক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজশিক্ষক বাবাকে কুপিয়েছে এক বখাটে৷ এছাড়া বরগুনায় যৌন হয়রানির প্রতিবাদ করার এক গৃহবধুর জিভ কেটে দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা৷

জাহাজ উদ্ধার তৎপরতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘জাহান মণি: মুক্তিপণ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য'৷ জাহাজটি উদ্ধারে মুক্তিপণ দেওয়ায় সাহায্য নিয়ে সরকার ও মালিকপক্ষের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে৷ সরকার বলছে, মালিকপক্ষ জাহাজটি উদ্ধারে শুরু থেকেই সরকারের কাছে সাহায্য চেয়েছে৷ কিন্তু মালিকপক্ষের দাবি, জাহাজ উদ্ধারে সরকারের কাছে কোন সাহায্য চাননি তারা৷ এদিকে, অপহৃত বাংলাদেশি নাবিকদের পরিবারবর্গের অভিযোগ, মালিকপক্ষ তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন৷

শিশুচোর

দৈনিক সমকালের শিরোনাম, ‘শিশুচোর আতঙ্ক'৷ ঢাকার নবাবগঞ্জের কয়েকটি গ্রামে শিশুচোর বেড়েছে৷ দিনকয়েক আগে ঘরে সিঁধ কেটে চুরি করা হয় সোহানকে৷ এরপর মুক্তিপণের আট লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা দিয়েও শিশুটিকে জীবিত ফেরত পাননি বাবা-মা৷ সংশ্লিষ্ট এলাকার মানুষ এখন শিশুচোর রুখতে রাত জেগে পাহারা দিচ্ছেন৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম