1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাব্বিরের ‘নিষিদ্ধ' ভিডিও

২৪ অক্টোবর ২০১৬

চট্টগ্রাম টেস্টে চমৎকার ব্যাট করেও বাংলাদেশকে জেতাতে পারেননি সাব্বির রহমান৷ ২২ রানে হেরে গেছে বাংলাদেশ৷ তবে এই হারের আগেই হয়ত অন্য একটি কারণে হতাশা গ্রাস করেছে তাঁকে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সেরকমই ইঙ্গিত দিচ্ছে৷

https://p.dw.com/p/2RcdU
Youtube Cricketer Sabbir & Model Naila Nayem TVC - Bangladesh News
বিজ্ঞাপনের স্ক্রিন ছবিছবি: Screenshot/Youtube

চট্টগ্রাম টেস্ট চলার সময়ই প্রকাশিত হয় খবরটি৷ একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন সদ্য শেষ হওয়া চট্টগ্রাম ম্যাচেই জীবনের প্রথম টেস্ট খেলা সাব্বির রহমান৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলেছে, বিজ্ঞাপন চিত্রটিতে এমন কিছু রয়েছে যা কুরুচিপূর্ণ, আপত্তিকর৷ এ কারণে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে নিজের মর্যাদা এবং সামাজিক দায়িত্বের কথা মনে রেখে সাব্বিরকে ওই কোমল পানীয়ের সঙ্গে চুক্তি বাতিল করতে বলেছে বিসিবি৷

অবশ্য বিসিবি এমন নির্দেশ দেয়ার অনেক আগে থেকেই সাব্বিরের এই বিজ্ঞাপনটি বেশ আলোচিত৷ আলোচিত হওয়ার প্রধান কারণ নায়লা নাঈম৷ হ্যাঁ, বিজ্ঞাপন চিত্রটিতে তিনিও আছেন৷ কিন্তু নায়লা নাঈম যেমন ছবি বা দৃশ্যের জন্য বেশি পরিচিত, সেরকম কিছু বিজ্ঞাপন চিত্রটিতে নেই৷

বিজ্ঞাপনে দেখানো হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটার সাব্বির নিখোঁজ হয়েছেন৷ সারা দেশে ছড়িয়ে পড়েছে এই খবর৷ শুরু হয়েছে খোঁজা৷ কিন্তু কিছুতেই তাকে পাওয়া না যাওয়ায় অবশেষে পুলিশ অফিসার নায়লা নাঈমকেই দেয়া হয় সাব্বিরকে খুঁজে বের করার দায়িত্ব৷ শেষ পর্যন্ত সাব্বিরের বাড়িতেই সাব্বিরকে খুঁজে পান সুন্দরী পুলিশ অফিসার নায়লা৷

‘অস্কার' নামের একটি পানীয়ের এই বিজ্ঞানটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইতিমধ্যে প্রচারিতও হয়েছে৷ এ অবস্থায় সাব্বিরকে বিসিবি চুক্তি বাতিল করতে বলায় সঙ্কটে পড়েছে অস্কার৷ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, চুক্তি বাতিল হলে অনেক বড় ক্ষতি হবে তাদের৷ এদিকে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চুক্তি বাতিল হলে সাব্বিরেরও নাকি প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হবে৷

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান