1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাব্বির ও মুশফিকের অর্ধশতকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

৪ সেপ্টেম্বর ২০১৭

দ্বিতীয় টেস্টের প্রথমদিনে সাব্বির ও মুশফিকের অর্ধশতকে ভর করে ৬ উইকেটে ২৫৩ রান করেছে বাংলাদেশ৷ সাব্বির আউট হয়েছেন ৬৬ রানে৷ মুশফিক ৬২ ও নাসির ১৯ রানে অপরাজিত আছেন৷

https://p.dw.com/p/2jIgb
ছবি: Getty Images/R. Cianflone

ন্যাথান লায়নের স্পিনে ৮৫ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা পড়েছিল বাংলাদেশ দল৷ ৭৯ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া স্পিনারকে দিয়ে ম্যাচের প্রথম ইনিংসে বোলিং উদ্বোধন করেছে তারা৷ এর ফল বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি উইকেটের পতন৷ তামিম, ইমরুল, মুমিনুল, সৌম্যকে স্পিন ফাঁদে ফেলে আউট করেন লায়ন৷ তাঁর প্রথম শিকার বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, যিনি ৯ রানে আউট হন৷ এরপর সৌম্য সরকার ৩৩ রানে লায়নের এলবিডাব্লিউ-এর ফাঁদে পা দেন৷ ইমরুল কায়েস মাত্র চার রান যোগ করে ফিরে যান৷ মুমিনুল হকের সংগ্রহ ৩৩ রান৷ এরপর অ্যাগারের বলে আউট হন সাকিব আল-হাসান৷ তাঁর সংগ্রহ ২৪ রান৷

সাব্বির আউট হন ৬৬ রানে
সাব্বির আউট হন ৬৬ রানেছবি: Getty Images/R. Cianflone

এরপরই দলের হাল ধরেন সাব্বির রহমান৷ তাঁকে সঙ্গ দিয়ে গেছেন অধিনায়ক মুশফিকুর রহিম৷ ইনিংসে বাংলাদেশকে প্রথম শত রানের জুটি এনে দিয়েছেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান৷ তাদের ব্যাটে প্রথম ইনিংসে দুইশ ছাড়িয়ে যায় বাংলাদেশ৷ সিরিজে নিজের প্রথম অর্ধশতকে পৌঁছাতে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির৷ দ্বিতীয় নতুন বলে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে অস্ট্রেলিয়া৷ বোলিংয়ে ফিরেই সাব্বির রহমানের উইকেটটি নেন বাংলাদেশের আতংক ন্যাথান লায়ন৷

সাব্বির আউট হওয়ার পর মুশফিককে সঙ্গ দিতে আসেন নাসির হোসেন৷ নাসির দিন শেষে ১৯ রানে অপরাজিত আছেন৷ সেইসঙ্গে বাংলাদেশের চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজার রানের তালিকায় যোগ হল তাঁর নাম৷ ৭৭ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অফ স্পিনার লায়ন৷

অ্যাগারের বলে আউট হন সাকিব আল-হাসান
অ্যাগারের বলে আউট হন সাকিব আল-হাসানছবি: Getty Images/R. Cianflone

ঢাকা টেস্ট জিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ৷ চট্টগ্রামে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিততে চায় মুশফিকুর রহিমের দল৷ এমন আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নেমেছিল সাকিব-তামিমরা৷ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা৷

বাংলাদেশ দলে যোগ দিয়েছেন মুমিনুল হক, বাদ পড়েছেন শফিউল৷ দু'টি পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়া দলে৷ অজিরা খেলছে এক বিশেষজ্ঞ পেসার আর তিন স্পিনার নিয়ে৷ চোট পেয়ে দেশে ফিরে যাওয়া পেসার জশ হেইজেলউডের জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার স্টিভ ও'কিফ৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য